Financial Rules to Change From September 1: আগামীকাল থেকেই শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। আর এই মাসের প্রথম দিন থেকেই কিছু কিছু বদল আসতে চলেছে যা সরাসরি না হলেও পরোক্ষভাবে আপনার পকেটে প্রভাব ফেলবে। এই সেপ্টেম্বর মাসেও ব্যাঙ্ক, সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলি অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে।
আইটিআর জমার শেষ তারিখ
আয়কর বিভাগ এই বছর রিটার্ন জমার শেষ তারিখ ৩০ জুলাই থেকে বাড়িয়ে করেছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এর ফলে করদাতাদের আয়কর রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৪৬ দিন সময় পাওয়া গিয়েছে। যাদের অ্যাকাউন্ট অডিটের দরকার নেই, তাদের এই ১৫ সেপ্টেম্বরের মধ্যেই রিটার্ন ফাইল জমা করতে হবে। যাদের অ্যাকাউন্ট অডিটের দরকার তাদের ৩১ অক্টোবর ২০২৫-এর আগে রিটার্ন ফাইল জমা করতে হবে।
কেন্দ্র সরকারি কর্মীদের জন্য UPS-এর শেষ দিন
ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাভুক্ত কেন্দ্র সরকারি কর্মীদের কাছে ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য হাতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। এনপিএস থেকে ইউপিএসে স্থানান্তর করার জন্য আগে সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত যা পরে বাড়ানো হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
পোস্ট অফিসে বড় বদল
আগামীকাল ১ সেপ্টেম্বর থেকেই পোস্ট অফিসের এই প্রাচীন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে সারা দেশেই। জানানো হয়েছে যে এবার থেকে পোস্ট অফিসে আর রেজিস্টার্ড পোস্টের সুবিধে পাওয়া যাবে না। এখন থেকে এই পরিষেবা স্পিড পোস্টের অধীনে করা হবে।
আধার কার্ড আপডেট
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার আপডেট করার সুবিধে তিন মাস বর্ধিত করেছে। ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মানুষেরা এই সুবিধে পাবেন। এর জন্য আধার কার্ডের বায়োমেট্রিক এবং অন্যান্য তথ্য বদলের পরিষেবা পাওয়া যাবে। UIDAI ওয়েবসাইটে গিয়ে এই আপডেট সহজেই করে নেওয়া যাবে।
ক্রেডিট কার্ডের নিয়ম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে তার ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনতে চলেছে। এই ব্যাঙ্ক তার কিছু কিছু কার্ডের জন্য রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে বদল এনেছে। এই বদলের ফলে এখন এই ধরনের কার্ডহোল্ডারদের ডিজিটাল গেমিং, সরকারি ওয়েবসাইট ও মার্চেন্ট প্ল্যাটফর্মে লেনদেনের জন্য রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না।
বিশেষ ফিক্সড ডিপোজিট
ইন্ডিয়ান ব্যাঙ্ক ও আইডিবিআইয়ের মত ব্যাঙ্কগুলি বর্তমানে কিছু বিশেষ এফডি স্কিম পরিচালনা করছে। ইন্ডিয়ান ব্যাঙ্কের ৪৪৪ দিনের এবং ৫৫৫ দিনের স্কিমগুলিতে আবেদনের শেষ তারিখ রয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। একইভাবে আইডিবিআই ব্যাঙ্কের ৪৪৪ দিন ও ৫৫৫ দিন এবং ৭০০ দিনের স্পেশাল এফডি স্কিমেও আবেদনের শেষ তারিখ রয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫।