FD Interest Rates: ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াল বেশ কয়েকটি ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পর ব্যাঙ্ক লোন ও ফিক্সড ডিপোজিটের হার কয়েকগুণ বাড়ানো হয়েছে। এখানে পাবেন পাঁচটি ব্যাঙ্ক সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় সব ব্যাঙ্কই সুদের হার বাড়িয়েছে । জেনে নিন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি FD-তে কত সুদ দিচ্ছে। 


SBI ফিক্সড ডিপোজিটের সুদ
দেশের সবথেকে বড় ব্যাঙ্ক SBI ফিক্সড ডিপোজিটের সুদও বদল করেছে। এই ব্যাঙ্ক এফডি-তে 3 শতাংশ থেকে 6.75 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এবং এই সুদ 7 দিন থেকে 10 বছরের মেয়াদের জন্য। এই বর্ধিত হার ডিসেম্বর 2013 থেকে প্রযোজ্য।


HDFC ব্যাঙ্ক ফিস্ক ডিপোজিট
বেসরকারি খাতের এইচডিএফসি ব্যাঙ্ক 7 দিন থেকে 10 বছর মেয়াদী স্থায়ী আমানতের উপর 3 শতাংশ থেকে 7 শতাংশ সুদ দিচ্ছে৷ এই বর্ধিত হার 14 ডিসেম্বর, 2022 থেকে প্রযোজ্য।


ICICI ব্যাঙ্কের FD সুদ
ICICI ব্যাঙ্কের FD-এ, 7 দিন থেকে 10 বছরের মেয়াদে সাধারণ মানুষকে 3% থেকে 7% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। এই হার 16 ডিসেম্বর, 2022 থেকে কার্যকর বলে বিবেচিত হবে৷ ২ কোটি টাকার কম বিনিয়োগে এই হার দেওয়া হচ্ছে।


Union Bank ফিক্সড ডিপোজিট
স্থায়ী আমানতের অধীনে 2 কোটি টাকার কম বিনিয়োগে ইউনিয়ন ব্যাঙ্ক 3 শতাংশ থেকে 7.30 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে৷ 7 দিন থেকে 10 বছর মেয়াদে এই সুদ দেওয়া হচ্ছে। এই সুদটি 25 নভেম্বর, 2022 তারিখে।


Punjab National Bank এফডি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের FD-এর সুদের হার 3.50 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত দেওয়া হচ্ছে। এই সুদের হার 7 দিন থেকে 10 বছর পর্যন্ত FD মেয়াদে দেওয়া হচ্ছে। 1 জানুয়ারী 2023 তারিখে ব্যাঙ্ক এই হার বাড়িয়েছিল।


আরও পড়ুন : SBI Update: স্টেট ব্যাঙ্কে অ্য়াকাউন্ট থাকলে বাড়বে চাপ, EMI বাড়বে আরও


Bank Of Baroda এফডি
ব্যাঙ্ক অফ বরোদার কথা বললে, এই ব্যাঙ্কটি 3 শতাংশ থেকে 7.05 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এটি সর্বশেষ 26 ডিসেম্বর তার এফডি রেট বাড়িয়েছিল। এই সুদের হার 7 দিন থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের জন্য প্রযোজ্য।