নয়াদিল্লি: কাজের প্রয়োজনে ঝটপট মেল লিখতে হয় আমাদের। লেখনীর দিকে খেয়াল রাখতে হয়, বাক্যের গঠনগত ত্রুটি যাতে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হয়। ই-মেলের লেখা যাতে মনোগ্রাহী হয় সেটাও মাথায় রাখতে হয়। এসবের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে গুগল। ব্য়বহারকারীদের জন্য AI-এর সুবিধা নিয়ে এসেছে গুগল।
এই বছরেই ১০ মে গুগল I/O কনফারেন্স হয়েছিল। সেখানেই AI আপডেটের কথা প্রথম সামনে নিয়ে আসে টেক জায়েন্ট।
কী সেই AI টুল:
গুগল নিয়ে এসেছে 'Help Me Write' টুল। এটাই কাজে আসবে ব্যবহারকারীদের। ঝটপট নির্ভুল ই-মেল লেখার জন্যই সাহায্য করবে এই AI টুল। চোখের নিমেষে ড্রাফট করে দেওয়া যাবে ই-মেল। বিভিন্ন ধরনের লেখার অপশন থাকবে। ফর্মাল, প্রফেশনাল থেকে Funky- বিভিন্ন ধরের লেখার অপশনের মধ্যে থেকে বেছে নিতে পারবেন ব্যবহারকারী।
যাঁরা ই-মেল লেখা নিয়ে চিন্তায় থাকেন। তাঁদের জন্য বড়সড় সুবিধা হবে। যে কোনও ইমেলের ফলোআপ ই-মেল লিখতে, চট করে কভার লেটার লিখতেও সাহায্য় করবে এই AI টুল।
এছাড়াও রয়েছে Smart Compose
সরাসরি সাহায্য নয়। যদি আপনি নিজেই নিজের লেখা লিখতে চান তাহলে আদর্শ এটি। লেখার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিছু সাজেশন দেবে। hybrid language generation model - ব্য়বহার করে এটি। কিছু শব্দ লিখলেই সাজেশন চলে আসে, Tab দিলেই সেই গোটা সাজেশন চলে আসে।
রয়েছে Smart Reply অপশন। দেখা যায় অনেক ইমেলের রিপ্লাই অপশনে কিছু কিছু লেখা আসে। Yes, No, Maybe বা এরকম কিছু। এগুলোই কার্যত AI -এর কারিকুরি। চট করে রিপ্লাই দিতেই ব্য়বহার করা হয় এই পদ্ধতি।
ইনবক্সে মেল খুঁজতে গেলে কালঘাম ছুটে যায়। এখানেই সাহায্য করে Tabbed Inbox. Gmail ট্যাবগুলি একটি শ্রেণিবিন্যাস সিস্টেমের উপর নির্ভর করে যা মেশিন লার্নিং ব্যবহার করে বিভিন্ন সংকেতের উপর ভিত্তি করে একটি ইমেল কোথায় যাবে তা নির্ধারণ করে। মেলগুলি পাঁচটি ভিন্ন ইনবক্স ট্যাবের কোনও একটিতে যায়: Primary, Social, promotions, update, forum. নিজের ইচ্ছেমতো বেছে নেওয়া যায় লেবেল।
Summary Card- যখন আপনি প্রচুর তথ্য সহ একটি বার্তা পান, কিন্তু আপনার কেবল এটির বিষয়বস্তুর একটি স্নিপেট প্রয়োজন৷ তেমন সময় এটি কাজ করে। মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে, সারাংশ কার্ড প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ইনবাউন্ড ইমেল থেকে নির্দিষ্ট ডেটা খোঁজে তা বোঝার জন্য এটি কী ধরনের বার্তা এবং বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তা খুঁজে বের করে সামনে আনে।
আরও পড়ুন: আয়কর-রিফান্ডের মেসেজ পেয়েছেন? সেখানে লিঙ্ক রয়েছে? তাহলে সাবধান