নয়াদিল্লি: চলতি বছরের ৩১ জুলাই শেষ হয়েছে এ বারের আয়কর দাখিলের সময়সীমা। এইসময়েই অনেকেই রিফান্ড পাবেন। যাঁরা অতিরিক্ত কর দিয়েছেন তাঁরা ফেরত পাবেন। তাঁরা রিফান্ডের মেসেজও পাচ্ছেন। কত টাকা পাবেন, সেটা জানিয়ে মেসেজ আসছে উপভোক্তার ফোনে। আর সুযোগেই ফাঁদ পাতছে প্রতারকরা। উপভোক্তার ফোনে মেসেজ আসছে তাঁরা রিফান্ড হিসেবে টাকা পেয়েছেন। তার সঙ্গেই মেসেজে আসছে একটি লিঙ্কও। সেই লিঙ্কে ক্লিক করলেই প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে। এমন তথ্য জানিয়েছে খোদ আয়কর দফতর। 


আয়কর দফতরের তরফে জানানো হয়েছে যে অনেকেই এমন মেসেজ পাচ্ছেন যে তাঁরা এত টাকা রিফান্ড হিসেবে পেয়েছেন। এক একজনের ক্ষেত্রে এক একরকম টাকার পরিমাণ আসছে। তার সঙ্গে একটি লিঙ্ক থাকছে। 'Verify or Update bank account'- এটা করতে গেলে লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই একটি পেজ খুলছে। ওই লিঙ্কে ক্লিক করলেই প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কা থাকছে। 


একটি ট্যুইটে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে যে একটি ভাইরাল মেসেজ দাবি করা হচ্ছে ওই মেসেজ গ্রাহক ১৫,৪৯০ টাকা আয়কর রিফান্ড পাওয়ার জন্য বিবেচিত হয়েছে। এই দাবি ভুয়ো। আয়কর দফতরের তরফ থেকে এমন কোনও মেসেজ পাঠানো হয়নি বলে জানানো হয়েছে। এমন প্রতারণা থেকে সাবধান থাকতেও বলা হচ্ছে। ওই ট্যুইটে ওই ধরনের মেসেজের স্ক্রিনশটও অ্যাটাচ করা হয়েছে। ওই মেসেজে বলা হয়েছে, ওই রিফান্ড এখুনিই ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, সেটি যদি ঠিক না হয়ে থাকে তাহলে নীচের লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সব তথ্য ঠিক করতে হবে।


সেই লিঙ্কে ক্লিক করলেই একটি ফর্ম খুলে যাচ্ছে। সেখানে ওই ব্যক্তিকে PAN Card, Aadhaar সংক্রান্ত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিতে বলা হচ্ছে। তারপরে আর একটি পেজ খুলে যাচ্ছে। সেখানে টাকার একটি পরিমাণ লেখা থাকছে, নীচে কনফার্ম বাটল ক্লিক করলেই গ্রাহকের দেওয়া তথ্য়ের সাহায্যে অ্যাকাউন্ট সাফ করে দেওয়া হচ্ছে। 


 






অ্যাকাউন্ট-প্রশ্ন:
আয়কর দফতর শুধুমাত্র প্রি-ভ্যালিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই রিফান্ড পাঠায়। আয়কর দাখিলের সময়েই সেই অ্যাকাউন্ট নম্বর ভ্য়ালিডেট করে দিতে হয়। অর্থাৎ পরে অ্যাকাউন্ট ভ্যালিডেট করার কোনও সুযোগ নেই। এছাড়া, যে পেজে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পেজের URL-এও নজর দেওয়া উচিত। তাহলেই এড়ানো যেতে পারে বিপদ।


আরও পড়ুন: বিদেশ থেকে ল্যাপটপ,ট্যাবলেট আমদানিতে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা, কী করবে Apple, HP, Dell? প্রভাব পড়ল বাজারেও