GST Reduce: আমআদমির জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার ইলেকট্রনিক্স প্রোডাক্ট (Electronics Products) কেনার উপরে জিএসটি-র (GST) পরিমাণ কমিয়েছে। বর্তমানে গ্রাহকদের আর ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম কিনলে। এমনিতেই ইলেকট্রনিক্স জিনিসের দাম বেশ চড়া থাকে। তার উপর জিএসটিও দিতে হতো প্রচুর পরিমাণে। ফলে মধ্যবিত্তের পকেট থেকে খসে যেত ভাল পরিমাণের টাকা। এবার সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। 


কোন কোন জিনিস কিনলে জিএসটি-তে কম দিতে হবে ক্রেতাদের


জানা গিয়েছে, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ফ্রিজ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস, ইউপিএস এবং আরও অনেক কিছু কিনতে হলে এখন আর ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না ক্রেতাদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ট্যুইটারের মাধ্যমে ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে জিএসটি কমার কথা জানিয়েছে। যেসমস্ত জিনিস কেয়ার ক্ষেত্রে জিএসটি কমেছে সেগুলির প্রায় সবকটিই সাধারণ মধ্যবিত্ত বাড়িতে প্রয়োজন হয়। তাই সাধারণ মানুষের অনেকটাই সাশ্রয় হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রয়োজন ইলেকট্রনিক্স ডিভাইস এখন আরও সস্তায় কেনা যাবে। নতুন জিএসটি রেট অনুসারে কোন কোন জিনিসের দাম কমেছে তার তালিকা দেখে নেওয়া যাক। 


দাম কমছে টিভি-র


সাধারণ মধ্যবিত্ত বাড়িতে টিভি সেট যথেষ্ট প্রয়োজনীয় জিনিস। টিভির দামের ক্ষেত্রে জিএসটি-র পরিমাণ ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করেছে অর্থমন্ত্রক। ২৭ ইঞ্চি বা তার থেকে কম সাইজের ডিসপ্লের টিভির ক্ষেত্রে জিএসটি-র নতুন রেট প্রযোজ্য হবে। কিন্তু আপনি যদি স্মার্টটিভি কিনতে চান তাহলে এই সুবিধা পাবেন না। কারণ বেশিরভাগ স্মার্টটিভির ডিসপ্লে ৩২ ইঞ্চি বা তার থেকে বেশি হয়। এইসব ডিসপ্লে সাইজের টিভি কিনলে ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে। তাই ছোট টিভি কিনলে সাশ্রয়ের সম্ভাবনা থাকছে। বড় টিভি কিনতে চাইলে খরচ সেই বেশিই থাকতে চলেছে। 


মোবাইল ফোনের দাম কমছে


মোবাইল অর্থাৎ স্মার্টফোন আজকাল আমাদের সকলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আগে মোবাইল কিনলে ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হত। এখন মোবাইল কিনলে ১২ শতাংশে নেমে এসেছে জিএসটি-র পরিমাণ। এর ফলে বিভিন্ন সংস্থার মোবাইলের দ্মা কমবে বলেও আশা করা হচ্ছে। 


বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস


ওয়াশিং মেশিন, ফ্যান, কুলার, গিজার যা আমাদের নিত্য প্রয়োজনের জিনিস সেইসবের ক্ষেত্রেই জিএসটি কমেছে। ফলে এগুলির দাম কমবে। এইসব হোম অ্যাপ্লায়েন্সসের ক্ষেত্রে ৩১.৩ শতাংশ জিএসটি কমে হয়েছে ১৮ শতাংশ। অর্থাৎ উল্লিখিত জিনিসগুলির দাম কমতে প্রায় ১২ শতাংশ। মিক্সার, জুসার, ভ্যাকুয়াম ক্লিনার, এলইডি লাইট এইসবের ক্ষেত্রেও কমেছে জিএসটি। জানা গিয়েছে, মিক্সার, জুসার এইসবের ক্ষেত্রে জিএসটি ৩১.৩ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে। অয়দিএ এলইডি লাইটের ক্ষেত্রে জিএসটি ১৫ শতাংশ থেকে ১২ শতাংশে নেমে এসেছে। 


আরও পড়ুন- রোজকার ইঁদুরদৌড়ে ক্লান্ত? সকালে উঠে এই অভ্য়াসগুলি বদলে দেবে আপনার জীবন