DA Hike News Update: ওমিক্রনের থাবায় চিন্তা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। দেশে ফের করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় (DA Hike)মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত বদল করেছে সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। স্বাভাবিকভাবেই এই খবরের জেরে আশাহত হয়েছে (Central Government Employee)-রা। জেনে নিন আসল সত্যটা কী ?
DA Hike News Update: সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে একটি খবর ভাইরাল হয়েছে। যেখানে অর্থ মন্ত্রণকের ব্যয় অধিদফরের( Departament of Expenditure) একটি বিজ্ঞপ্তির বিষয়ে তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই চিঠিতে (অফিস মেমোরান্ডাম) লেখা হয়েছে, করোনার নতুন রূপ ওমিক্রনের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ও কেন্দ্রীয় পেনশনভোগীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। যদিও খবরের সত্যতা যাচাই করে PIB (প্রেস ইনফরমেশন ব্যুরো) জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল নিউজ পুরোপুরি ভুয়ো।
DA Hike Viral Post: কী লেখা হয়েছে ভাইরাল পোস্টে ?
আসলে Department of Finance Ministry-র ব্যয় অধিদফতরের অফিস মেমোরেন্ডাম আকারে ভাইরাল হয়েছে এই খবর। যেখানে লেখা হয়েছে, করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রনের ক্রমবর্ধমান সংখ্যার কারণে সরকার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বর্তমান হারে মহার্ঘ ভাতা দিয়েছে। অভূতপূর্ব পরিস্থিতি মোকাবিলায় সরকারের বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। এই চিঠিতে আরও লেখা হয়েছে যে সরকার যখনই ১ জানুয়ারি ২০২২ থেকে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে, তখনই তা পুরোনো তারিখ থেকেই দেওয়া হবে। এই আদেশ কেন্দ্রীয় কর্মচারী ও কেন্দ্রীয় সরকারের পেনশনহোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আরও পড়ুন : JCI Recruitment 2021: কলকাতায় জুট কর্পোরেশনে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানেন ?
আরও পড়ুন : UPSC Recruitment 2021: আর্মি, নেভি, এয়ারফোর্সে প্রচুর পদে হবে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানেন ?