NHPC Recruitment 2022: ইঞ্জিনিয়ার, ফিন্যান্স সেক্রেটারি ছাড়াও আরও অনেক পদে নিয়োগ করছে NHPC Limited। নির্দিষ্ট পদে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। 


NHPC Limited Jobs: ট্রেনি ইঞ্জিনিয়ার(সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ফিন্যান্স/কোম্পানি সেক্রিটারি)পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে NHPC Limited। কেবল অনলাইনেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে জমা দেওয়া যাবে আবেদনপত্র।


TRAINEE ENGINEER
– Civil: 29
– Mechanical: 20
– Electrical: 04
– Finance: 12
– Company Secretary: 02


NHPC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের পদ অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সিএ, সিএস উত্তীর্ণ হতে হবে। কেবল যাদের বৈধ GATE-2021 score ও রেজিস্ট্রেশন নম্বর রয়েছে তাঁরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। একই কথা প্রযোজ্য CA ও CS-দের ক্ষেত্রে। তাদেরও সেই ক্ষেত্রে CMA ও CS নম্বর দেখাতে হবে।


NHPC Limited Jobs: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদগুলিতে বাছাইয়ের ক্ষেত্রে আবেদনকারীদের GATE – 2021 score, CA/CMA score ছাড়াও CS score দেখে বাছাই করা হবে প্রার্থী। আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের official website of NHPC Limited — http://www.nhpcindia.com -এ আবেদন করতে হবে।


NHPC Recruitment 2022: কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের ক্ষেত্রে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। একবার আবেদনপত্র জমা হয়ে গেলে সিস্টেম জেনারেটেড স্লিপ পাবেন চাকরিপ্রার্থী। প্রামাণ্য নথি হিসাবে সেই স্লিপ ডাউনলোড করে প্রিন্টআউট রাখতে হবে নিজের কাছে। ভবিষ্যতে এই স্লিপ আপনার কাজে লাগতে পারে।


Official website of NHPC Limited — http://www.nhpcindia.com 


আরও পড়ুন   :  JCI Recruitment 2021: কলকাতায় জুট কর্পোরেশনে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানেন ?


আরও পড়ুন   :  UPSC Recruitment 2021: আর্মি, নেভি, এয়ারফোর্সে প্রচুর পদে হবে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI