UPSC Recruitment 2021: সেনা (Indian Army) নৌ-সেনা (Indian Navy) ও ভারতীয় বায়ু সেনায় (Indian Air Force) প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Recruitment 2021)।
Union Public Service Commission (UPSC)Recruitment 2021: সব মিলিয়ে ৪০০টি পদে হবে নিয়োগ। যার মধ্যে সেনা (Indian Army) নৌ-সেনা (Indian Navy) ও ভারতীয় বায়ু সেনায় (Indian Air Force) National Defence Academy ও Naval Academy Examination (I) 2022 পরীক্ষা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য অনলাইনে আগামী ১১ জানুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
NATIONAL DEFENCE ACADEMY
– Army: 208
– Navy: 42
– Air Force: 120
NAVAL ACADEMY (10+2 Cadet Entry Scheme): 30 Posts
UPSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই ১২ ক্লাস পাশ হতে হবে। সঙ্গে তাদের শারীরিকভাবে ফিট হওয়া বাধ্যতামূলক। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে হবে।
UPSC Recruitment 2021: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থী যদি ২০০৩ সালের ২ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করে থাকেন তবে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। কেবল অবিবিহিত পুরষ ও মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
UPSC Recruitment 2021: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই ক্ষেত্রে National Defence Academy & Naval Academy Examination (I), 2022 পরীক্ষা দেসের বিভিন্ন সেন্টারে নেওয়া হবে। পরীক্ষার দিন, সময় ও স্থান সম্পর্কে চাকরিপ্রার্থীদের Union Public Service Commission (UPSC) — https://www.upsconline.nic.in -এ জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীদের তাই পরীক্ষার বিষয়ে জানতে এই সাইটে নজর রাখতে হবে।
Official website of Union Public Service Commission (UPSC) — https://www.upsconline.nic.in
SBI Recruitment 2021: স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, এই দিন আবেদনের শেষ তারিখ
Education Loan Information:
Calculate Education Loan EMI