Income Tax Rules:  একটা বিষয় নিয়ে প্রায়ই অনেকে ভয়ে ভয়ে থাকেন, বাড়িতে অনেক সোনা দানা আছে এই বুঝি বাড়িতে আয়কর হানা দিল! ভারতে অনেকেরই সোনা (Gold at Home) কেনার প্রতি ঝোঁক রয়েছে। পুজো-পার্বণ, উৎসব-অনুষ্ঠানকে কেন্দ্র করে সোনা কেনার একটা চল রয়েছেই আমাদের মধ্যে। তার উপর সোনার অলঙ্কার তো প্রায় বেশিরভাগ মানুষই কোনও না কোনও সময় করিয়ে রাখেন বিয়ে বা অন্যান্য কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে। সেই সোনা আপনি যদি বাড়িতে রাখেন, ভয় আছে কি? আয়কর দফতর (Income Tax) থেকে কি নোটিশ পেতে পারেন? আয়করের সমস্ত নিয়ম-কানুন জানলে আর কোনও চিন্তা নেই।


কতটা সোনা রাখতে পারবেন?


বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে আদপে আয়করের তরফে সেভাবে কোনও উর্ধ্বসীমা নেই। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ওরফে সিবিডিটি (CBDT) জানিয়েছে যে, আয়করের কাছে উত্তরাধিকার কিংবা বিনিয়োগের সমস্ত তথ্য জমা করলে সোনার গহনা রাখার কোনও উর্ধ্বসীমা নেই। তবে কোনও তথ্যপ্রমাণ ছাড়া সোনা রাখার ক্ষেত্রেও কিছু ছাড় রয়েছে আয়করের নিয়মে।


কত সোনা রাখলে প্রমাণ লাগবে না?


ভারতের আয়কর বিভাগের (Income Tax) তরফে জানানো হয়েছে যে, বিবাহিত মহিলারা ৫০০ গ্রাম পর্যন্ত, অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম পর্যন্ত এবং পুরুষ কেবলমাত্র ১০০ গ্রাম পর্যন্ত সোনা বা সোনার গহনা নিজের কাছে রাখতে পারেন যার কোনও তথ্য প্রমাণ লাগবে না। যদি কখনও বাড়িতে আয়কর হানাও দেয়, এই পরিমাণ সোনা থাকলে তা কখনও তা বাজেয়াপ্ত হবে না।


কী প্রমাণ দেওয়া যেতে পারে?


সোনায় বিনিয়োগ করে থাকলে সেই বিনিয়োগের ভিত্তিতে আয়কর জমার কাগজ দেখানো যেতে পারে। অন্যদিকে, উত্তরাধিকার সূত্রে পাওয়া গহনার ক্ষেত্রে প্রথমে এই গহনা কে কিনেছিলেন তার নামের কোনও কাগজ বা উপহারস্বরূপ আইনি হস্তান্তরপত্র এক্ষেত্রে প্রমাণ হিসেবে প্রযোজ্য।


সোনার উপর কর  


সোনা (Gold at Home) কিনলে সেভাবে আলাদা করে কোনও কর জমা দিতে হয় না। কেনার সময় কেবল ৩ শতাংশ জিএসটি জমা করতে হয়। আর যদি আপনার বার্ষিক আয় ৫০ লক্ষের বেশি হয়, সেক্ষেত্রে বাড়িতে সোনা রাখলে তা আয়কর জমার সময় সম্পদের খাতে উল্লেখ করা বাঞ্ছনীয়।


সোনায় কখন কর দিতে হয়?


সোনা কেনার সময় যেমন ৩ শতাংশ জিএসটি (GST) দিতে হয়, তেমনি সোনা বিক্রি করার সময় সোনার বর্ধিত দামের উপর আপনার ক্যাপিটাল গেইন ধার্য হয়। তিন বছর বা তার বেশি সময় পর সোনা বিক্রি করলে সেক্ষেত্রে ২০ শতাংশ লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় আর তার কম সময়ের মধ্যে সোনা বিক্রি করলে সাধারণ ট্যাক্স স্ল্যাব অনুযায়ীই ট্যাক্স দিতে হয়।


আরও পড়ুন: Pan Card : প্যান কার্ডে নামে ভুল ? ঘরে বসেই করতে পারবেন ঠিক, মেনে চলুন এই কয়েকটি ধাপ