কলকাতা : ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড গড়ার দিনই নতুন ধাক্কা। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে গৃহ ঋণের সুদ বাড়ল। মূল্যবৃদ্ধির মধ্যেই এবার গৃহ ঋণের সুদ বাড়াল (Home Loan Interest Rate Increased) এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। একধাক্কা গৃহঋণের সুদের হার দশমিক ৩ শতাংশ বাড়াল এইচডিএফসি। প্রসঙ্গত, আরবিআইয়ের (RBI) রেপো রেট বৃদ্ধির (Repo Rate Increased) ৩দিনের মধ্যেই গৃহঋণে সুদ বাড়াল এইচডিএফসি। ৯ মে থেকে এইচডিএফসিতে নতুন গৃহঋণের সুদের হার কার্যকর হবে। আশঙ্কা করা হচ্ছে সেই পথে হাঁটতে পারে বাকি ব্যাঙ্কগুলিও।


চিন্তিত অর্থনীতিবিদরা


গৃহঋণের সুদের পরিমাণ বাড়ার জেরে নতুন বাড়ি কেনার পরিকল্পনা যারা করছিলেন, সেই ভাবনা যে বেশ কিছুটা ধাক্কা খাবে, তেমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি যারা ইতিমধ্যে গৃহঋণ করে ফেলেছেন, তাঁদের মূল্যবৃদ্ধির এই বাজারে আরও আর্থিক অসঙ্গতিতে পড়তে হবে বলেও মত অর্থনীতি বিশেষজ্ঞদের। পাশাপাশি অর্থনীতিবিদদের আশঙ্কা, ভবিষ্যতে রেপো রেট আরও বাড়াতে পারে আরবিআই। সেক্ষেত্রে আরও চড়তে পারে বাড়ি-গাড়ির ঋণের অঙ্ক।


মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ধাক্কা


মাঝে দু'বছর অতিমারীর জেরে রুখে দাঁড়িয়েছিল দেশের অর্থনীতির চাকা। মারণ ভাইরাসের আক্রমণ কেড়ে নিয়েছিল প্রাণ থেকে জীবন-জীবিকা। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে আপাতত দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে মূল্যবৃদ্ধির আতঙ্ক। ক্রমশ চড়ছে পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম। গৃহস্তের হাত পুড়ছে রান্নার গ্যাসের দরও আকাশছোঁয়া হয়ে যাওয়ায়।


সর্বকালীন রেকর্ড দামবৃদ্ধি গ্যাসের


ইতিহাসে প্রথমবার ভারতে রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেল। ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড হল। আরও একবার একধাক্কায় LPG সিলিন্ডারের দাম বাড়নো হল ৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। 


এই নিয়ে গত দেড় মাসে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি।


৫ রাজ্যের বিধানসভা ফলের পর দামবৃদ্ধি শুরু


উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময় ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। এবার ভোট মিটে যেতেই ৫৮ দিনের মধ্যে দু’দফায় রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। একদিকে পেট্রোল-ডিজেলের সর্বকালীন দাম, তার জেরে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসে হাত ছোঁয়ানো মুশকিল। আজ কার্যত একই জায়গায় দাঁড়িয়ে আছে, ব্যায় হু-হু করে বাড়ছে। এইভাবে চলতে থাকলে, সংসার চলবে কীকরে? সেই দুশ্চিন্তাই তাড়া করছে সাধারণ মানুষকে।


আরও পড়ুন- গৃহ ঋণ নিয়ে থাকলে পকেটে পড়বে টান, বছরে দিতে হবে এই টাকা