Insurance Policy: ইনসিওরেন্স সেক্টর রেগুলেটর IRDAI সম্প্রতি বিমা সংক্রান্ত বেশ কিছু নিয়ম বদল করেছে। এবার আপনার পকেটেও কি তবে টান পড়বে ? এই নতুন গাইডলাইনের (Health Insurance) জন্য এবার থেকে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের খরচ বাড়াতে চলেছে IRDAI সংস্থা। এক লপ্তে ১০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে এই প্রিমিয়ামের খরচ। এমনকী কিছু কিছু সংস্থা এখন থেকেই প্রিমিয়ামের খরচ বাড়ার বিষয়ে জানিয়ে দিয়েছে গ্রাহকদের।


নিয়মে বদল এনেছে IRDAI


নতুন গাইডলাইনে স্বাস্থ্যবিমার (Health Insurance) ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড ৩-৪ বছরে কমিয়ে আনা হয়েছে প্রাথমিকভাবে। এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অনেক ছাড়ও দেওয়া হয়েছে বিমা ব্যবস্থায়। এমনকী জটিল কোনও রোগ আগে থেকে থাকলেও তাঁকে বিমার আওতায় আনা হবে বলে জানিয়েছে IRDAI। গ্রাহকদের সুবিধের জন্য বিমার প্রিমিয়াম কিস্তিতে জমা দেওয়ার পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছে ইনসিওরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আর তাই একদিকে যেমন এই নতুন নিয়মে গ্রাহকদের অনেক সুবিধে রয়েছে, তেমনই বিমা সংস্থাগুলি এবার তাঁদের প্রিমিয়ামও বাড়াতে চলেছে।


কী জানাল HDFC Ergo


ইতিমধ্যেই HDFC Ergo জানিয়েছে যে সেই সংস্থা তাঁদের স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ৭.৫ থেকে ১২.৫ শতাংশ বাড়াতে চলেছে। পলিসিহোল্ডারদের বয়স এবং পরিবারের সদস্য সংখ্যার উপর ভিত্তি করে এই প্রিমিয়ামের খরচ বাড়বে বলে জানানো হয়েছে, গ্রাহকদের (Health Insurance) কাছে এ বিষয়ে ইমেলও চলে গিয়েছে। চিকিৎসা খরচ বৃদ্ধি এবং IRDAI-এর নতুন নিয়মের কারণে এই খরচ বাড়ান হল বলে জানা গিয়েছে।


দ্রুত হারে বাড়ান হয়েছে প্রিমিয়াম


কোভিডকালের পরে পরেই ইকো জেনারেল ইনসিওরেন্স সংস্থা জানিয়েছে যে, বিমা সংস্থাগুলি তাঁদের প্রিমিয়ামের খরচ ১০-১৫ শতাংশ বাড়াতে পারে। একইসঙ্গে ৬৫ বছরের বেশি বয়সীদেরকেও বিমার সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে সম্প্রতি। বিমা সংস্থাগুলির ক্ষেত্রেও গ্রাহকদের বয়স বাড়লে চাপ ও ঝুঁকি বেড়ে যায়। প্রতি ৫ বছর অন্তর এই প্রিমিয়ামের মাত্রা ১০-১৫ শতাংশ হারে বাড়ে। আর্থিক রিপোর্ট অনুযায়ী ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রিমিয়ামের খরচ বেড়েছে ৪৮ শতাংশ। কোভিডকালের পরে এই প্রিমিয়ামের খরচ আরও দ্রুত বেড়ে গিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Income Tax: মে মাসেই সারতে হবে আয়কর সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ কাজ, কোন কোন দিন মনে রাখতে হবে ?