Tax Calendar May 2024: মে মাসের আজ তৃতীয় দিন। ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষ। ফএল নতুন অর্থবর্ষের এটি দ্বিতীয় মাস বলা যায়। কর জমা, টিডিএস ফাইলিং ইত্যাদি অনেক কাজ এই মাসেই সেরে নিতে হবে। ফলে মে মাসে কর জমা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন (Income Tax Calendar 2024) রয়েছে, যেগুলি মনে না রাখলে খুবই সমস্যায় পড়বেন আপনি। জেনে নিন মে মাসে ঠিক কোন কোন দিন গুরুত্বপূর্ণ।
৭ মে-র মধ্যে শেষ করতে হবে এই কাজ
৭ মে তারিখটি এই মাসে করদাতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ডেডলাইন ছিল কেটে নেওয়া কর বা সংগৃহীত কর জমা দেবার জন্য। কোনও আয়কর চালান ছাড়াই অফিস থেকে যদি আপনার কর কেটে নেয়, তাহলে একইদিনে (Income Tax Calendar 2024) কেন্দ্র সরকারের অ্যাকাউন্টে তা জমা করে দেওয়া আবশ্যিক।
পরের গুরুত্বপূর্ণ দিন ১৫ মে
আয়কর আইনের ১৯৪-১ এ, ১৯৪-১বি, ১৯৪এম ও ১৯৪ এস ধারা অনুসারে ২০২৪ সালের মার্চে যে টিডিএস কেটে নিয়েছে তাঁর সার্টিফিকেট আগামী ১৫ মে-র মধ্যে জমা করা জরুরি। এছাড়াও ফর্ম নং ২৪জি অনুসারে টিডিএস বা টিসিএস কেটে নেওয়া হলে তা ফেরতের দাবি জানানোর শেষ দিন ১৫ মে। একইদিনেই শেষবার টিসিএস স্টেটমেন্ট জমা করার শেষ দিন। এইদিনে ফর্ম নং ৩বিবি অনুসারে স্টক এক্সচেঞ্জকে সমস্ত তথ্য জমা দিতে হবে।
৩০ মে-র মধ্যে সারতে হবে এই কাজ
২০২৩-২৪ অর্থবর্ষের জন্য লিয়াজোঁ অফিসে প্রবাসী ভারতীয়দের ফর্ম নং ৪৯সির মাধ্যমে একটি স্টেটমেন্ট জমা করতে হবে। এছাড়াও তাঁদের টিডিএস সার্টিফিকেট জমাও দিতে হবে ৩০ মে তারিখের মধ্যেই।
৩১ মে-র মধ্যে সেরে ফেলুন এই কাজ
৩১ মার্চ ২০২৪-এ শেষ হওয়া ত্রৈমাসিকের (Income Tax Calendar 2024) টিডিএস স্টেটমেন্ট জমা দেওয়ার শেষ দিন ৩১ মে। এছাড়া ২০২৩-২৪ অর্থবর্ষের ট্রান্সাকশান স্টেটমেন্টও জমা করার শেষ দিন ৩১ মে, ফর্ম নং ৬১এ জমা করতে হয় এই ক্ষেত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Power Sector Stock: গরমে বেড়েছে বিদ্যুৎ খরচ, হু হু করেছে বেড়েছে এই দুই শেয়ারের দাম