Holi Smartphone Using Tips : মার্চেই আসছে সেই দিন। রঙের উৎসব দোলে (Holi 2025) মাতবে দেশ। আনন্দের পাশাপাশি এই হোলিতেই স্মার্টফোন নিরাপদে রাখা (Smartphone Using Tips) নিয়ে চিন্তা বাড়ে মোবাইল ব্যবহারকারীদের। এই সময়তেই স্মার্টফোন পকেটে থাকলেও তাতে রং ও জল পড়ার আশঙ্কা থাকে। জেনে নিন, ওই নির্দিষ্ট দিনগুলিতে কীভাবে নিরাপদে রাখা উচিত আপনার স্মার্টফোন। 

অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্মার্টফোনের ব্যবহারএখন ফোন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে এই ডিভাইস বা গেজেট ছাড়া বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে হোলিতে রং ও জল থেকে ফোনকে রক্ষা করতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। আজ আমরা আপনাকে এমন কিছু টিপস বলতে যাচ্ছি, যার সাহায্যে আপনি ফোনকে জল এবং রং থেকে রক্ষা করতে সক্ষম হবেন।

প্রথমেই একটি ওয়াটারপ্রুফ পাউচ ব্যবহার করুনহোলির সময় আপনার ফোন আপনার সঙ্গে রাখতে একটি ওয়াটারপ্রুফ পাউচ ব্যবহার করুন। এটি একটি প্লাস্টিকের কভার, যাতে ফোনের পর্দা সহজেই দেখা যায়। এটি গুরুত্বপূর্ণ মেসেজ ও নোটিফিকেশন পড়তে সাহায্য করে। ফোনটিকে ভিজে যাওয়া বা রঙের দাগ থেকে রক্ষা করে এই পাউচ। স্বল্পমূল্যের এই পণ্যটি সহজে বাজারে পাওয়া যায়।

ওয়াটারপ্রুফ কেস ফোনকে জল ও অন্যান্য তরল থেকে রক্ষা করার একটি ভাল উপায় ওয়াটারপ্রুফ কেস। এগুলি ফোনকে পুরোপুরি কভার করে। এগুলি ব্যবহারে কোনও সমস্য়া হয় না। সমস্যা ছাড়াই  বহন করা যায় এই ফোন। যদিও পাউচের থেকে দাম একটু বেশি, কিন্তু এই কেস ফোনকে জল থেকে রক্ষা করতে সাহায্য করে। 

প্লাস্টিক দিয়ে আবরণযদি হোলি খেলার সময় কোথাও বাইরে যেতে হয় এবং আপনার কাছে ওয়াটারপ্রুফ কভার বা কেস না থাকে, তাহলে ফোনটি প্লাস্টিক দিয়ে ভালোভাবে ঢেকে দিন। এটি ভিজে যাওয়া থেকে প্রতিরোধ করবে। তা ছাড়া হোলির সময় শার্টের পকেটে ফোন রাখবেন না। কেউ জল বা রং ছুড়লে তা সরাসরি ফোনে যেতে পারে। যা আপনার ফোনের জন্য ক্ষতির কারণ হতে পারে।

গুড়ো রং যেন ফোনে না যায়হোলির সময় ফোনকে শুধু জল থেকে নয়, গুড়ো রং থেকেও রক্ষা করতে হবে। গুড়ো রংগুলি খুব পাতলা ও ফোনের চার্জিং পোর্ট বা অডিও জ্যাকে ঢুকে যেতে পারে। অনেক মোবাইল কভারে পোর্ট এবং জ্যাক কভারও থাকে। তাই এই ধরনের কভার ব্যবহার করে ফোন নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়।

Mobile SIM Fraud: আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার