Online Mobile number registration: এখনও এই কাজ না করে থাকলে অবিলম্বে করে নিন। ব্যাঙ্কে নিজের মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলে পাবেন অনেক সুবিধা। জেনে নিন কী সেই সুবিধা ।
Mobile number registration: কীভাবে করবেন এই কাজ ?
1 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করার অনেক সুবিধা আছে।
2 এই মোবাইল নম্বর লিঙ্ক করার বিভিন্ন উপায় রয়েছে৷
3 আপনি ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন।
4 প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনি এটিএম-এও যেতে পারেন।
5 ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে অ্যাকাউন্টে লেনদেন হলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন।
Mobile number registration: নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কীভাবে করবেন এই কাজ ?
1 প্রথমে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করুন।
2 এবার আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টের 'মাই অ্যাকাউন্ট' বা 'মাই প্রোফাইল' বিভাগে যান। যার নীচে আপনি 'কনট্যাক্ট নম্বর' ট্যাবটি পাবেন।
3 আপনার যদি একই ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করুন যার জন্য আপনি মোবাইল নম্বর লিঙ্ক করতে চান।
4 একবার আপনি অ্যাকাউন্ট নির্বাচন করলে, আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করতে একটি পাসওয়ার্ড বা পিনের মাধ্যমে যাচাইকরণের জন্য একটি অতিরিক্ত স্তর পূর্ণ করতে বলা হবে। এই ধাপটি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে আলাদা হয়।
5 উপরের যাচাই পর্ব সম্পূর্ণ করার পরে আপনাকে একটি অনন্য মোবাইল নম্বর যোগ করতে বা আপনার আগের দেওয়া মোবাইল নম্বর পরিবর্তন/আপডেট করতে একটি নতুন ট্যাব খুলে যাবে।
6 উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন ও নির্ধারিত ট্যাবে আপনার মোবাইল নম্বর লিখুন। আপনার এগিয়ে যাওয়ার জন্য দুটি সংখ্যা মিলে যাওয়া এই পর্বে সিস্টেম আপনাকে একটি পৃথক ট্যাবে নতুন নম্বর নিশ্চিত করার জন্য অনুরোধ করতে পারে।
7 এখানে 'সাবমিট রিকোয়েস্ট' ট্যাবে ক্লিক করুন।
8 ব্যাঙ্ক আপনাকে উপরের ধাপে দেওয়া মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) পাঠাবে। OTP লিখুন ও সাবমিট এ ক্লিক করুন।
ব্যাঙ্ক 24-48 ঘণ্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনি আপনার ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে উপরে উল্লিখিত একই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন।