Gold Import Rules: ভারতীয়দের মধ্যে প্রবলভাবে সোনা কেনার প্রতি ঝোঁক রয়েছে। কোনও উৎসব-অনুষ্ঠানে, বিয়ের মরসুমে দেশজুড়েই সোনা কেনার চাহিদা বেড়ে যায়। এমনকী মানুষ বিনিয়োগ হিসেবেও সোনা কিনে রাখতে পছন্দ করেন। ভারতে এত সোনার চাহিদা যে বিশ্বের মধ্যে সবথেকে বেশি সোনার ক্রেতা চিনের পরে রয়েছে ভারতেই। সাধারণত সোনার চাহিদা বাড়লে দামও বাড়তে থাকে। প্রতি বছর ভারত থেকে বহু মানুষ দুবাই চলে যান, সেখানে ভারতের থেকে খানিক সস্তায় সোনা কিনতে পাওয়া যায়। আর যদি ভেবে থাকেন সেখান থেকে সস্তায় সোনা কিনে আনবেন, তাহলে জেনে নিন বিদেশ থেকে সোনা নিয়ে আসা আদৌ বৈধ কিনা। বৈধ হলেও কোনও কর দিতে হয় কি ? বিদেশ থেকে সোনা আনলে কি আয়কর হানা দিতে পারে ?
বৈধ না অবৈধ
বাইরের দেশ থেকে আপনি চাইলে সোনা নিয়ে ভারতে আসতেই পারেন, কিন্তু তারও কিছু নিয়ম-বিধি আছে। কতটা সোনা আনছেন তার উপর নির্ভর করে আপনাকে কর দিতেও হতে পারে। এমনকী আপনি কতটা সময় সেই দেশে ছিলেন তার উপরেও নির্ভর করে এই করের পরিমাণ।
কাস্টম ডিউটি
কোনও ব্যক্তি বিদেশ থেকে ভারতে সোনা আনলে সরকারের তরফে তাঁকে ঐ সোনার উপর একটি কর দিতে হয় একেই কাস্টম ডিউটি বলে। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এই রেট নির্ধারণ করে।
- কোনও ব্যক্তি ১ বছরের বেশি সময় বিদেশে কাটালে তার ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত সোনার উপর ১৩.৭ শতাংশ কাস্টম ডিউটি দিতে হয়।
- কেউ যদি ৬ মাস থেকে ১ বছরের মধ্যে বিদেশ থাকেন, তার ক্ষেত্রেও একই পরিমাণ কর দিতে হয়।
কত পরিমাণ সোনা আনলে কর দিতে হয় না
- একটি নির্দিষ্ট পরিমাণ সোনার আনলে তার উপর কোনও রকম কাস্টম ডিউটি ধার্য হয় না। এক্ষেত্রে সোনার পরিমাণ নির্ভর করে পুরুষ নাকি মহিলা তার উপর। পুরুষদের ক্ষেত্রে ২০ গ্রাম পর্যন্ত সোনার উপর কর ছাড় রয়েছে, যে সোনার মূল্য সর্বোচ্চ হবে ৫০ হাজার টাকা। এক্ষেত্রে মনে রাখতে হবে পুরুষ যাত্রী কেবলমাত্র সোনার গহনা বা সোনার বার বহন করতে পারবেন। এখন ২০ গ্রামের বেশি সোনা হলে, অতিরিক্ত সোনার পরিমাণের উপরেই কেবল কর দিতে হয়।
- অন্যদিকে মহিলা যাত্রীর ক্ষেত্রে এই সোনার পরিমাণ বেড়ে হয় ৪০ গ্রাম যার সর্বোচ্চ মূল্য হতে হবে ১ লক্ষ টাকা। অর্থাৎ একজন মহিলা যাত্রী চাইলে নিজের সঙ্গে বাইরে থেকে ৪০ গ্রাম পর্যন্ত সোনা নিয়ে আসতে পারেন ভারতে, তাঁকে কোনও কাস্টম ডিউটি দিতে হবে না।
- শিশুদের ক্ষেত্রে ৪০ গ্রাম পর্যন্ত সোনায় কোনও কর দিতে হয় না। তবে সোনা যে উপহার স্বরূপ পেয়েছে বা সোনা কেনার রশিদ থাকতে হবে সঙ্গে। আর শিশুর সঙ্গে যাত্রীর পরিচয়ের প্রমাণপত্র অবশ্যই থাকা দরকার।
আরও পড়ুন: Gold at Home: বাড়িতে কত সোনা রাখতে পারেন ? জানুন আয়কর দফতরের নিয়ম