Digital Payment: ডিজিটাল পেমেন্ট সেগমেন্টে বড় বিপ্লব। এবার থেকে কোনও নেট কানেকশন ছাড়াই UPI থেকে পাঠাতে পারবেন টাকা। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)আপনাকে দিচ্ছে এই সুযোগ।
UPI Payment: নগদ টাকা দেওয়ার থেকে অনেক সহজ এই অনলাইনে লেনদেন। UPI পেমেন্টস সিস্টেম আসার ফলে আরও সহজ হয়েছে এই কাজ। তবে আগে এই ক্ষেত্রে পেমেন্ট করার জন্য সক্রিয় ইন্টারনেট সংযোগ ছিল বাধ্যতামূলক। তবে গ্রাহকের প্রয়োজনের কথা চিন্তা করেই বদলেছে পরিস্থিতি। মনে করুন, আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই। কাউকে টাকা দেওয়ার থাকলেও সেই পরিমাণ নগদ নেই আপনার কাছে। এবার থেকে আর এই নিয়ে চিন্তা করতে হবে না। কম নেটওয়ার্কেও সমস্যা ছাড়াই টাকা দিতে পারবেন আপনি।
Digital Payment: এই ক্ষেত্রে কেবল আপনার ফোনের USSD কোড দিয়ে অফলাইন মোডে UPI ব্যবহার করতে পারবেন আপনি। এই কাজ করতে আলাদা করে স্মার্ট ফোনের প্রয়োজন হবে না। মডেল নির্বিশেষে সব মোবাইল গ্রাহকদের জন্যই *99# পরিষেবা চালু করা হয়েছে। স্মার্টফানে ছাড়াও ফিচার ফোনের গ্রাহকরাও করতে পারবেন এই কাজ। কেবল UPI পেমেন্ট করার জন্য ফোন নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রাখতে হবে।
UPI Payment: এই পদ্ধতিতে টাকা পাঠাতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অফলাইন UPI আবশ্যক নয়। যারা PhonePe, Google Pay ইত্যাদির মতো UPI অ্যাপ ব্যবহার করেন , তারাও এই সুবিধা পাবেন। ফিচার ফোন ব্যবহারকারীরা UPI ব্যবহার করতে *99# USSD কোড পেতে পারেন। ইন্টারনেট সমস্যার মুখোমুখি হলেই ব্যবহার করা যাবে এই ফিচার।
How To Make UPI Payments Without Internet
প্রথমে আপনার ফোনের কিপ্যাড থেকে *99# টাইপ করে একটি কল করুন।
এখন আপনার সামনে অনেক অপশন দেখাবে। প্রথম অপশনে "Send Money"তারপর ডায়াল করুন 1।
এই পর্যায়ে সিস্টেম আপনাকে জিজ্ঞাসা করবে, কোথায় ও কীভাবে অর্থ পাঠাতে চান আপনি। যেমন মোবাইল নম্বর, UPI আইডি, IFSC কোড বা ইতিমধ্যে সংরক্ষিত কোনও সুবিধাভোগীর বিষয়ে।
এবার এই বিকল্পগুলির যেকোনও একটি নির্বাচন করে বিশদে সব পূরণ করুন। এখানে টাকার অঙ্ক লিখুন ও পাঠান।
এই পর্বে রিমার্ক লিখতে হবে আপনাকে।
এখন আপনাকে UPI পিন জিজ্ঞাসা করা হবে। এবার তা লিখে সেন্ড অপশনে ক্লিক করুন। দেখবেন পেমেন্ট হয়ে গেছে।