কলকাতা: আধার কার্ড (Aadhaar Card)  থেকে রেশন কার্ড (Ration Card)- এইগুলি নিত্যদিন নানা কারণে প্রয়োজন হয়। রেশন পেতে গেলে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ থাকা বাধ্যতামূলক। রেশন বিলিতে যাতে কোনওরকম সমস্য়া না হয়, সেই কারণেই এই পদক্ষেপ। ভুয়ো রেশন কার্ড রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


কিন্তু কীভাবে এই কাজ করা সম্ভব?
রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগের (Ration Aadhaar Link) জন্য খুব বেশি সময় লাগে না। রেশন দোকানে, বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই কাজ করা যায়। এছাড়া বাড়িতে বসে বা সাইবার ক্যাফেতে বসেই এই সংযোগ সম্ভব।                                          



  • রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে (https://wbpds.wb.gov.in/) যান।

  • সেখানে রেশন কার্ড নম্বর দিন।

  • আধার কার্ড নম্বর চাইলে সেটাও দিন।

  • তাহলেই রেজিস্টার্ড নম্বরে ওটিপি আসবে।

  • সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পরে নির্দিষ্ট বাটনে ক্লিক করলেই রেশন ও আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।


অফলাইনের মাধ্যমেও এই কাজ সম্ভব: 
প্রথমেই রেশন কার্ডের ফটোকপি নিতে হবে। তার সঙ্গে পরিবারের সব সদস্যের আধার কার্ডের ফটোকপি নিতে হবে। যদি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) সংযুক্ত না থাকে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথির পটোকপিও লাগবে। প্রয়োজন ছবিও। তারপর এই সব নথি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহ দফতরের অফিসে জমা দিতে হবে। প্রয়োজনে বায়োমেট্রিক তথ্য়ও নেওয়া হতে পারে। যাবতীয় তথ্য জমা দেওয়ার পর সেই প্রক্রিয়া হবে। সংশ্লিষ্ট মোবাইল নম্বরে অথবা ই-মেল আইডিতে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসবে। যাবতীয় প্রক্রিয়া হয়ে গেলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়ে যাবে।                                              


কী কী নথি প্রয়োজন:
আসল রেশন কার্ডের ফটোকপি
পরিবারের সব সদস্যের আধার কার্ডের ফটোকপি
ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের ফটোকপি
বাড়ির প্রধান সদস্য়ের পাসপোর্ট সাইজের ছবি


আরও সুবিধে:
শুধুমাত্র ওই ওয়েবসাইটই (website) নয়। 'খাদ্যসাথী-আমার রেশন' (Khadyasathi-Amar Ration) অ্যাপের মাধ্যমে অথবা দফতরের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও এই কাজ করা যাবে। 


আরও পড়ুন: পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প, জেনে নিন,কোন স্কিমে কী সুদ ?