Tech Tips: ভারতের ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই (UPI System) সিস্টেমের সঙ্গে এখন প্রায় সকলেই পরিচিত। জনপ্রিয় এই ডিজিটাল পেমেন্ট (Digital Payment) মাধ্যম এখন দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই ব্যবহার করেন। দ্রুত ব্যবহারযোগ্য এই মাধ্যম যথেষ্ট নিরাপদ। ইউপিআই আইডি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকলেই কয়েকটা ক্লিকে টাকার লেনদেন করা সম্ভব। বর্তমানে ভারতের বাইরেও বেশ কিছু দেশে আপনি ইউপিআই ডিজিটাল পেমেন্ট মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বেড়াতে গেলেও সমস্যা নেই। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই আপনার সঙ্গী হবে। শুধু যে বেড়াতে গেলেই আপনি পরিষেবা পাবেন তা কিন্তু নয়। নন রেসিডেন্ট ইন্ডিয়ানস অর্থাৎ এনআরআই- রাও ইউপিআই ব্যবহার করতে পারবেন দেশের বাইরে।


ভারত সরকার আর কোন কোন দেশে ইউপিআই পেমেন্ট মেথড চালু করেছে, রইল তারই তালিকা


এই তালিকা রয়েছে ফ্রান্স, ভুটান, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, তাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কম্বোডিয়া, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন, ইউরোপ। এই দেশগুলির কোনওটিতে যদি আপনি বেড়াতে যান তাহলে ইউপিআই- এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে বিভিন্ন ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোন পে, অ্যামাজন পে, গুগল পে, পেটিএম এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে আর্থিক লেনদেন সম্ভব হবে। এইসব অ্যাপের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডি লিঙ্ক করা থাকলেই আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। সহজে, নিরাপদে হবে আর্থিক লেনদেন। 


ভারতের বাইরে অন্য দেশে কীভাবে ইউপিআই অ্যাপগুলি ব্যবহার করবেন


স্টেপ ১- আপনার ফোনে ইউপিআই অ্যাপের যেকোনও একটি, চাইলে সবগুলিও ডাউনলোড করতে পারেন। এই তালিকায় রয়েছে ফোন পে, গুগল পে বা পেটিএম। এইসব অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক ইউপিআই ট্রানজাকশন সম্ভব। 


স্টেপ ২-  এবার ইউপিআই অ্যাপের সঙ্গে ইউজারের ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে। 


স্টেপ ৩- একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক বা সংযুক্ত হয়ে গেলে recipient অর্থাৎ যাঁকে টাকা পাঠাতে চাইছেন তাঁর খুঁটিনাটি তথ্য যেমন- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IBAN, BIC এগুলি দিতে হবে। এর সঙ্গে কত টাকা পাঠাতে চাইছেন এবং কী ধরনের কারেন্সি সেটাও বলতে হবে। 


স্টেপ ৪- ট্রানজাকশন সম্পন্ন হলে আপনার কাছে কনফার্মেশন মেসেজ আসবে। 


এইসব ট্রানজাকশনের ক্ষেত্রে ইউজারকে conversion charges, foreign exchange fees এবং আরও কিছু ফি দিতে হবে। উল্লিখিত তালিকায় থাকা দেশগুলিতে ধীরে ধীরে ইউপিআই পরিষেবা চালু হচ্ছে। তাই এখনি সমস্ত দেশে পরিষেবা উপলব্ধ নাও পেতে পারেন।


আরও পড়ুন- অনলাইন গেমের আড়ালে প্রতারণার ফাঁদ, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? রইল কিছু সহজ টিপস