Indian Passport Office: আপনার পাসপোর্টের মেয়াদ কি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে ? সমস্যা ছাড়াই পুনর্নবীকরণ করতে কিছু নথি দিতে হবে আপনাকে। পরবর্তীকালে পাসপোর্ট নবায়ন করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। সেই ক্ষেত্রে কিছু পদ্ধতি মেনে চললেই সহজেই পাসপোর্ট নবায়ন সম্ভব হবে।


সবার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও কাছের পোস্ট অফিসে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। মনে রাখবেন, পাসপোর্ট পুনর্নবীকরণ বা পুনরায় ইস্যু করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আবেদনকারীর সব প্রয়োজনীয় নথির একটি তালিকা থাকা প্রয়োজন৷


STEPS FOR PASSPORT RENEWAL: কী উপায়ে হবে রিনিউয়াল ?
ONLINE REGISTRATION: অনলাইন রেজিস্ট্রেশন


রেজিস্ট্রেশনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট পাসপোর্ট সেবা অর্থাৎ www.passportindia.gov.in-এ লগইন করুন।


আগের ব্যবহারকারীরা ‘Existing User’ বিকল্পে ওয়েবসাইটে লগইন করতে পারেন।


নতুন ব্যবহারকারীদের ‘New User, Register Now’-তে ক্লিক করতে হবে? 
এবার আপনার কাছের পাসপোর্ট অফিস বেছে নিন।


রেজিস্ট্রেশনের জন্য সঠিক প্রাথমিক বিবরণ দিতে হবে আপনাকে।


পরবর্তী ধাপে একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন।


  এবার আপনি রেজিস্টার্ড ই-মেইল আইডিতে একটি কনফারমেশন ইমেল পাবেন।
রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠানো লিঙ্কটিতে ট্যাপ করলেই অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।


  পাসপোর্ট অ্যাকাউন্টে লগ ইন করার পরে ‘Apply for Fresh Passport/ Reissue of Passport’ নির্বাচন করুন।


Passport Renewal: কীভাবে ফর্ম পূরণ করবেন ? 
ফর্মটি PDF ফরম্যাটে ডাউনলোড করতে হবে।


পরবর্তীতে অনলাইনে যে ফর্মটি পাচ্ছেন তা পূরণ করুন। সেখানে আপনার কারেন্ট স্ট্যাটাস দিন।


  এই পর্বে ব্যবহারকারীরা তাদের স্ত্রীর বিবরণ আপডেট করতে পারেন।


  এরপরে নাম, যোগাযোগ নম্বর ও ঠিকানার মতো সম্পূর্ণ বিবরণ-সহ দুটি স্থানীয় কারও রেফারেন্স দিতে হবে। এই ব্যক্তিদের পুলিশ ভেরিফিকেশনের জন্য যোগাযোগ করা হতে পারে।


ফর্মটি পূরণ করার সময়, শহর ও গ্রামে যেখানে থাকেন তা ক্লিক করে দিতে হবে।তবেই ফর্মটি সংরক্ষিত হবে।


  এরপর ডকুমেন্টটিকে সেই পৃষ্ঠায় আপলোড করতে হবে যেখান থেকে এটি ডাউনলোড করা হয়েছে।


এইসবের পর আপনার বিবরণ অনলাইন ফর্মে স্বয়ংক্রিয়ভাবে জুড়ে যাবে।


Passport Renewal: কীভাবে স্লট বুক করবেন ?


'শিডিউল অ্যাপয়েন্টমেন্ট' নির্বাচন করুন।


ব্যবহারকারীদের সুবিধা অনুযায়ী উপলব্ধ স্লট পছন্দ করুন।


একবার স্লট নিশ্চিত হয়ে গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়ে যাবে।


আরও পড়ুন : Money Rule Change: প্যান-আধার লিঙ্ক থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বদল, আজ থেকে বদলাচ্ছে এই ৬ নিয়ম