Indian Railway Jobs: ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। নর্থ ইস্টার্ন রেলওয়ে জুনিয়র টেকনিক্যাল  অ্যাসোসিয়েট পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেল। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।


Railway Recruitment 2022: আবেদনের শেষ তারিখ কবে ?
এই নিয়োগের আওতায় মোট ২০টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট ner.indianrailways.gov.in-এ গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ৫ জুলাই।


Railway Recruitment 2022: কোন পদে কত নিয়োগ ?
এই নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমে রেলওয়ে Technical Associate কারিগরি সহযোগীর ২০ টি পদ পূরণ করবে। এর মধ্যে রয়েছে জুনিয়র টেক অ্যাসোসিয়েট (ওয়ার্কস) এর ১৫টি পদ, জুনিয়র টেক অ্যাসোসিয়েট (সিগন্যাল) এর ৩টি ও জুনিয়র টেক অ্যাসোসিয়েটের (টিআরডি) ২টি পদ।


Indian Railway Jobs: এইভাবে হবে প্রার্থী নির্বাচন ?


GATE পরীক্ষার স্কোর, অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। এতে ৫৫ নম্বরের GATE পার্সেন্টেজ, ৩০ নম্বরের অভিজ্ঞতা ও ১৫ নম্বরের ইন্টারভিউ থাকবে।


Railway Recruitment 2022: আবেদনের ফি কত ?
এই নিয়োগের জন্য আবেদন করতে চাকরিপ্রার্থীদের নিয়োগের ফি দিতে হবে। সেই ক্ষেত্রে প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়ার পরে যারা পার্সোনালিটি টেস্টে পৌঁছতে পারবেন তাদের ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। এছাড়াও, ব্যক্তিত্ব/বুদ্ধিমত্তা পরীক্ষায় উপস্থিত প্রার্থীদের ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়ার পরে ২৫০ টাকা ফেরত দেওয়া হবে। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন। এই বিষয়ে বিশদে তথ্য রেলের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। সেখানে চাকরিপ্রার্থী তার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


আরও পড়ুন : Jobs In West Bengal: এই জেলায় স্বাস্থ্য বিভাগে প্রচুর পদে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI