UPI Pin Change: বর্তমানে ইউপিআই (UPI) আমাদের সর্বক্ষণের সঙ্গী। ইউজার পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করে প্রায় সর্বত্রই অনলাইনে চলে টাকাপয়সার লেনদেন। এই ইউপিআই (UPI Pin) ব্যবহার করার মূল মাধ্যমগুলি হল গুগল পে (Google Pay) এবং ফোন পে (PhonePe)। এছাড়াও আরও অসংখ্য মাধ্যম রয়েছে। তবে মূলত ভারতে এই দু'টি মাধ্যমেই সবচেয়ে বেশি ইউপিআর পেমেন্ট হয়। আজকাল চারপাশে বাড়ছে অনলাইন প্রতারণা। আর তাই মাঝে মাঝে পিন বদলে নেওয়া ভাল। চলুন জেনে নেওয়া যাক এই দুই ইউপিআই মাধ্যমে আপনি সহজে কীভাবে পিন নম্বর পাল্টাতে পারবেন।
গুগল পে- তে কীভাবে বদলাবেন পিন
- সবার আগে নিজের ফোনে গুগল পে অ্যাপের একদম লেটেস্ট ও আপডেটেড ভার্সান ইন্সটল করে নিন।
- এবার নিজের ডিভাইসে অ্যাপ খুলুন এবং ডানদিকের কোণে থাকা প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করুন।
- এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে।
- এবার সিলেক্ট করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
- তারপর তিনটি ডট অপশনের উপর ক্লিক করে ইউপিআই পিন চেঞ্জ অপশন খুঁজে নিতে হবে।
- এবার চেঞ্জ ইউপিআই পিন অপশনে ট্যাপ করে বর্তমানে যে ইউপিআই নম্বর রয়েছে সেটা দিতে হবে এবং পরবর্তী ধাপে এগোতে হবে।
- এরপর দিতে হবে নতুন ইউপিআই পিন নম্বর।
- আবার নতুন পিন লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করে গোতে হবে। তাহলেই পরিবর্তন হয়ে যাবে পিন নম্বর।
ফোন পে অ্যাপে কীভাবে পরিবর্তন করবেন আপনার ইউপিআই পিন
- অ্যান্ড্রয়েড বা আইওএস যে ডিভাইসই থাকুক সেখানে ফোন পে অ্যাপ খুলতে হবে।
- হোমস্ক্রিনে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
- স্ক্রল ডাউন করে খুঁজতে হবে পেমেন্ট মেথড সেকশন।
- এবার সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
- এরপর সিলেক্ট করে নিন রিসেট ইউপিআই পিন অপশন।
- এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে এগোতে হবে পরের পর্যায়ে।
- এই পর্যায়ে দিতে হবে ওটিপি।
- যে ইউপিআই পিন এখন ব্যবহার করছেন সেটা লিখে কন্টিনিউ করতে হবে।
- শেষ পর্যায়ে এসে নতুন পিন লিখতে হবে।
- একদম শেষ ধাপে আবারও নতুন পিন লিখে সেটা সেট করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তাহলে সেট হয়ে যাবে নতুন ইউপিআই পিন।
- ফোন পে অ্যাপের ক্ষেত্রেও ইউপিআই পিন পরিবর্ত করার আগে অ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান আপনার ফোন ইনস্টল করে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন- ডিসেম্বরের শুরুতেই কোপ, ২ বছর ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল