Aadhaar Card: আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার সময়সীমা বাড়ল। মেয়াদ বেড়ে হয়েছে ১৪ জুন। অর্থাৎ আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সাধারণত আধার কার্ডের বিবরণ আপডেটের জন্য ৫০ টাকা ফি প্রয়োজন হয়। তবে আগামী তিনমাস বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। UIDAI- এর অফশিয়াল ওয়েবসাইটে এই আপডেট করা যাবে। 


সম্প্রতি আধার কার্ডের ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম


প্রতারকদের থেকে বাঁচাতে মৃত্যুর পর মুছে ফেলতে হয় আধার কার্ডের নম্বর। যদিও এতদিন এই ধরনের কোনও সুযোগ দিচ্ছিল না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধারে জালিয়াতি রুখতে এবার এই নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, মৃত ব্যক্তির আধার নম্বর মুছে ফেলার নতুন প্রক্রিয়া গ্রহণ করতে চলেছে সরকার। শীঘ্রই এই নিয়ম আসবে বলে আশা করা হচ্ছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এই প্রক্রিয়াটি চালু করার প্রক্রিয়া শুরু করেছে। যা একবার বাস্তবায়িত হলে মৃত্যুর শংসাপত্র পাওয়ার পরই আধার কার্ডের নম্বর মুছে ফেলতে হবে। 


আধার কার্ড আপডেট করা কেন জরুরি


আধার কার্ড এখন আর কেবল পরিচয়পত্র নয়। বর্তমানে আধার কার্ড কেবল ১২ সংখ্যার অনন্য নম্বর নয়,এর মাধ্যমে হতে পারে আপনার সব গুরুত্বপূর্ণ কাজ। দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে UIDAI। এতে দেশের প্রতিটি নাগরিকের নাম, মোবাইল নম্বর, বায়োমেট্রিক বিবরণ রেকর্ড করা হয়। সম্প্রতি আধারের উপযোগিতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই আধার আপডেট রাখা খুবই জরুরি।


আধার কার্ডে আপডেট করতে জিজ্ঞাসা করতে হবে না পথচলতি মানুষকে। সহজ কয়েক ধাপেই পেয়ে যাবেন বাড়ির কাছে আধার কেন্দ্র। আধার কার্ড হোল্ডারদের জন্য নতুন ভূবন আধার পোর্টাল (Bhuvan Aadhaar Portal)এনেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC), ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO), মহাকাশ বিভাগের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি হয়েছে এই পোর্টাল। আধার কার্ড হোল্ডাররা ভূবন আধার পোর্টালের মাধ্যমে তিনটি বিশেষ সুবিধা পাবেন। যার মধ্যে 'প্রক্সিমিটি অ্যানালিসিস', নিকটতম আধার কেন্দ্রগুলির 'রুট ন্যাভিগেশন' ও আধার কেন্দ্রগুলির geospatial display- এই তিন বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই কাজের আধার সেন্টার খুঁজে পাবেন আপনি।


আরও পড়ুন- ১০ শতাংশ বেশি বেতন ! ভারতীয় কর্মীদের জন্য দারুণ খবর