নয়া দিল্লি: সাইবার দুনিয়ায় অহরহ প্রতারণার ঘটনা ঘটছে। আধার আপডেট (Aadhaar Update) থেকে লিঙ্ক নিয়েও নানাভাবে তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা (Cyber Hacker)। এই প্রেক্ষাপটে গ্রাহকদের সাবধান করল কেন্দ্র (UIDAI)।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, "কোনো অনিচ্ছাকৃত এন্ট্রির ক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য এই আপডেট নিয়ে আসা হচ্ছে। আপনি #Authentication এর তারিখ ও সময় সহ গত ৬ মাসে ৫০টি পর্যন্ত প্রমাণ #Aadhaar এর হিস্ট্রি অপশন থেকে চেক করতে পারবেন।"
সম্প্রতি আধার নিয়ে নানা তথ্য আসছে সোশাল মিডিয়ায়। তা নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। জালিয়াতদের থেকে রক্ষা করবেন আপনার আধার কার্ড পথ দেখাচ্ছে UIDAI কর্তৃপক্ষ। প্রতারক বা হ্যাকারকুলের থেকে আপনার আধার কার্ডকে রক্ষা করতে এখন এসেছে মাস্কড আধার আইডি ‘Masked Aadhaar ID’ বা ভার্চুয়াল আইডি Virtual ID (VID)। ১৬ সংখ্যার নম্বর প্রকাশ্যে আনলেও জানা যাবে না গ্রাহকের গোপন তথ্য। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া-র Unique Identification Authority of India (UIDAI)-র মাধ্যমে যা সহজেই লাভ করতে পারেন আপনি।
আরও পড়ুন, নকল আধার নিয়ে ঘুরছেন না তো, কীভাবে চিনবেন আসল কার্ড ?
আধার কার্ড হোল্ডারদের কাছে এটা একটা ভালো অপশন (Why Is It a Good Option)? আপনার ফিজিক্যাল আধার কার্ডের সব নম্বর না দেখালে সবার কাছেই বৈধ এই মাস্কড আধার আইডি। তাই কোনও জায়াগায় এই আধার আইডির গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা হয় না। নিজে UIDAI কর্তৃপক্ষ আধার কার্ড হোল্ডারদের এই নম্বর দেওয়ায় আইডি নিতে বাধ্য যেকোনও প্রতিষ্ঠান। কেবল শেষের চার সংখ্যা প্রাকাশ্যে থাকায় কার্ড নিয়ে জালিয়াতি হওয়ার সম্ভাবনাও কম।
সম্প্রতি আধার আধার কার্ডের প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)। ট্যুইটে বলা হয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন সত্যি-মিথ্যে।