2000 Notes Exchange: নোট বাতিলের ঘোষণা হয়েছিল আগেই। তার পরও ২০০০ টাকার নোটের ব্যবহার বৈধ রাখা হয়েছিল। নোট বদলে নিতে সময় দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। পরে সেই সময়সীমা আরও বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ৭ অক্টোবর পর্যন্ত ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে বলে জানিয়েছিল তারা।


কিন্তু তারপরেও কি আপনার কাছে রয়ে গিয়েছে কয়েকটি ২০০০ হাজার টাকার নোট (2000 Notes) ? কীভাবে বদলাবেন বুঝতে পারছেন না? ভাবছেন সব টাকা জলে গেল! চিন্তার কোনও কারণ নেই। পোস্ট অফিসের মাধ্যমে এখনও সহজেই বদলে নিতে পারেন আপনার দু'হাজারি নোট। কীভাবে জানুন।


RBI-এর ওয়েবসাইটে লেখা রয়েছে, পোস্ট অফিসের মারফত এখনও আপনি চাইলে RBI-এর দফতরে এই নোট পাঠাতে পারেন।


কীভাবে নোট বদলাবেন ?


এর জন্য আপনাকে প্রথমেই যেতে হবে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে। সেখানে হোমপেজের মধ্যেই 'Forms Others' বলে একটি ফর্ম পাবেন। সেই ফর্ম পূরণ করে আপনার নিকটবর্তী যে কোনও পোস্ট অফিসে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসের মধ্যে যে কোনও একটিতে আবেদন করা যায় নোট বদলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়ার জন্য।  


কী কী নথি লাগবে ?


আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনও একটি নথি লাগবে। আপনি চাইলে প্যান কার্ডও দিতে পারেন আবেদনের সঙ্গে। আর এর সঙ্গে আবেদন পত্রে জুড়ে দিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতার ফোটোকপি যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লিখিত রয়েছে।


২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ১০০ এবং ৫০০ টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন মধ্যরাত থেকেই ওই মূল্যের নোট বাতিল হয়ে যায়। তার পর বাজারে নতুন ২০০০ টাকার নোট (2000 Notes) আনা হয়। নোটবন্দির পর বাজারে অর্থের জোগান দিতেই বড় অঙ্কের ওই নোট চালু করে সরকার।


২০২৩ সালের ১৯ মে আবার ২০০০ টাকার নোটও (2000 Notes) বাতিল করা হবে বলে ঘোষণা করে RBI। ১ অক্টোবর, ২০২৩ থেকে ২০০০ টাকার নোট বেআইনি বলে ঘোষিত হবে বলে জানানো হয়। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রকে। কালো টাকা রোখার দোহাই দিয়ে প্রথমে নোটবন্দি, তার পর বড় অঙ্কের ২০০০ টাকার নোট চালু এবং পরবর্তীতে তা-ও বাতিল করা নিয়ে সরকারের বিরুদ্ধে খামখেয়ালি আচরণের অভিযোগ ওঠে। নোটবন্দির সিদ্ধান্ত ব্যর্থ বলেও সরব হয় বিরোধীরা।


আরও পড়ুন: Gold at Home: বাড়িতে কত সোনা রাখতে পারেন ? জানুন আয়কর দফতরের নিয়ম