HRA: যারা চাকরি করেন কোনও সংস্থায়, তাঁদের বেতনের একটা অংশ ধরা থাকে HRA-র জন্য। স্যালারি স্লিপে সেই HRA-র উল্লেখ থাকে। এই HRA-র ক্ষেত্রে কর ছাড়েরও বেশ কিছু সুবিধে আছে। কী এই HRA, করদাতাদের (Income Tax Filing) জন্য এর গুরুত্বই বা কোথায় ?


HRA-র পুরো কথা হল House Rent Allowance। অর্থাৎ সহজ কথায় বললে বাড়িভাড়া। আপনার মাসিক বেতনের যে স্যালারি স্লিপ আপনি পান সেখানে উল্লেখ থাকে এই HRA-র কথা। এমনকী এই বাড়িভাড়ার খাতে আপনি করছাড়ের সুবিধেও পাবেন। বেসিক স্যালারি করযোগ্য (Income Tax Filing) হলেও HRA করযোগ্য বলে বিবেচিত হয় না। আয়কর আইনের ১০ নং ধারার ১৩এ অংশে বলা হয়েছে কিছু নিয়ম-নীতি মেনে আপনার HRA-র কিছু অংশ করের আওতা থেকে বেঁচে যেতে পারে। অর্থাৎ আপনি HRA পেয়ে থাকলে সেটা কিছু নিয়মের অধীনে করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে না।


কারা HRA দাবি করতে পারেন


আপনি যদি সেলফ এমপ্লয়েড হন এবং কোনও হাউজ রেন্ট অ্যালাউয়েন্স না পেয়ে থাকেন, তা সত্ত্বেও আপনি চাইলে আয়কর আইনের ৮০জিজি ধারার অধীনে এর সুবিধে নিতে পারেন।


এভাবে HRA-র জন্য কর ছাড় পাবেন


আপনি যদি কোনও নন-মেট্রো শহরে থাকেন, তাহলে আপনার বেসিক স্যালারির ৪০ শতাংশ HRA-র অধীনে কর ছাড় পাবেন।


চেন্নাই, কলকাতা, মুম্বইয়ের মত মহানগরে থাকলে বেসিক স্যালারির ৫০ শতাংশ HRA-র অধীনে কর ছাড় পাবেন।


আর যে ভাড়া আপনি দেন প্রতি মাসে, তা যদি আপনার HRA-র থেকে বেশি হয়, সেক্ষেত্রে আপনি আপনার দেয় বাড়িভাড়া থেকে ১০ শতাংশ বেসিক স্যালারি বাদ দিয়ে সেইটুকু পরিমাণ টাকা দাবি করতে পারেন করছাড়ের জন্য।


HRA-র অধীনে কর ছাড়ের দাবির জন্য কী নথি লাগবে


৩০০০ টাকা পর্যন্ত HRA দাবি করতে গেলে একটা সাধারণ ডিক্লের‍্যাশন দিলেই চলবে, অতিরিক্ত কোনও নথি লাগবে না।


৩০০০ টাকা থেকে ৮৩৩৩ টাকা প্রতি মাসে বাড়ি ভাড়া হলে এবং তা HRA-র জন্য দাবি করলে আপনাকে বাড়িওয়ালার স্বাক্ষর সহ ভাড়ার স্লিপ জমা দিতে হবে।


৮৩৩৩ টাকার বেশি ভাড়া হলে আপনাকে জমা করতে হবে- ভাড়ার স্লিপ এবং বাড়িওয়ালার প্যান নম্বর।


এক্ষেত্রে আপনার বাড়িওয়ালার প্যান নম্বর না থাকলে তাঁদের তরফ থেকে একটা ডিক্লের‍্যাশন ফর্ম ঠিকানা ও ফোন নম্বর সহ নিয়ে তা আপনাকে জমা করতে হবে। তবেই করছাড় পাওয়া যাবে।


আরও পড়ুন: NPS Account: NPS-এ টাকা জমান, আপনার আমানত কোন কোন শেয়ারে বিনিয়োগ হবে জানেন ?