IPPB AePS Charges: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের (IPPB) গ্রাহক হলে অবশ্যই জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ১৫ জুন থেকে ব্যাঙ্কে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই অনুযায়ী ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আধার সক্ষম পেমেন্ট সিস্টেমে (AePS) লেনদেনে চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে৷ 


India Post Payment Bank: কী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক ? 
পোস্ট অফিস একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে জানানো হয়েছে 15 জুন, 2022 এর পরে AePS লেনদেন করার জন্য গ্রাহকদের অতিরিক্ত চার্জ করা হবে। একটি নির্দিষ্ট লেনদেনের সীমা অতিক্রম করলেই এই অতিরিক্ত ফি দিতে হবে গ্রাহকদের।


India Post Payment Bank: কত টাকা ফি দিতে হবে ?
আইপিপিবি তার বিজ্ঞপ্তিতে বলেছে, এক মাসে তিনটি AePS লেনদেনে কোনও টাকা চার্জ করবে না ব্যাঙ্ক। তবে তিনটির বেশি লেনদেনে নগদ জমা ও টাকা তোলার জন্য আপনাকে 20 টাকা ফি দিতে হবে। এই চার্জ জিএসটি চার্জ হিসাবে নেওয়া হবে। অন্যদিকে, মিনি স্টেটমেন্ট পাওয়ার জন্য আপনাকে GST হিসাবে অতিরিক্ত 5 টাকা দিতে হবে। নোটিফিকেশনে এই সম্পর্কে তথ্য দিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। আগামী দিনে চার্জের বিষয়ে জেনেই লেনদেন করতে বলা হয়েছে গ্রাহককে।


AePS পরিষেবা কী ?


AePS পরিষেবা হল একটি ব্যাঙ্কিং ভিত্তিক মডেল পরিষেবা, যেখানে আধার যাচাইকরণের মাধ্যমে এটি PoS অর্থাৎ MicroATM-এর মাধ্যমে অনলাইন লেনদেন করা যায়। এটি গ্রাহকদের মোট 6 ধরনের লেনদেনের সুবিধা দেয়।


India Post Payment Bank: এই ব্যাঙ্কিং সুবিধা AePS-এর মাধ্যমে পাওয়া যায়


মিনি স্টেটমেন্ট


টাকা জমা


টাকা তোলা


ব্যালেন্স চেক 


আধার থেকে আধার ফান্ড ট্রান্সফার 
ভীম আধার পে


আরও পড়ুন : 7th Pay Commission: ডিএ নিয়ে বড় খবর! ১ জুলাই থেকে বাড়তে পারে কর্মীদের বেতন