India Post Payment Bank: নিয়ম না মানলে দিতে হবে জরিমানা। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (IPPB) আপনার অ্যাকাউন্ট থাকলে জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়। 


IPPB Update: সম্প্রতি নতুন নিয়ম ঘোষণা করেছে India post payment bank। যেখানে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে ,  KYC আপডেট ছাড়া ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করলে অ্যাকাউন্টধারককে 150 টাকা + GST ​জরিমানা হিসাবে দিতে হবে। এই শাস্তি 5 মার্চ 2022 থেকে কার্যকর হবে বলে জানিয়েছে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


India Post Payment Bank: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের (IPPB) ওয়েবসাইট বলছে,  5 মার্চ, 2022 থেকে ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য 150 টাকা + GST ​​ধার্য করেছে ব্যাঙ্ক। তবে এই চার্জ কেবল ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কোনও গ্রাহক অ্যাকাউন্ট খোলার এক বছরের শেষে KYC আপডেট না করলে এই চার্জ ধার্য করা হবে। তবে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনও চার্জ লাগবে না। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক তার ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টকে 1 বছরের মধ্যে রেগুলার সেভিংস অ্যাকাউন্টে আপগ্রেড করতে বলেছে। সেই ক্ষেত্রে যেকোনও IPPB অ্যাক্সেস পয়েন্টে গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা নিতে বলা হয়েছে গ্রাহকদের।


IPPB: ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট


আধার ও প্যান কার্ড থাকলেই 18 বছরের বেশি বয়সী যেকোনও ব্যক্তি IPPB-র এই ডিজিটাল অ্যাকাউন্টটি খুলতে পারেন। এই ক্ষেত্রে মাসিক গড় ব্যালেন্স বজায় রাখারও প্রয়োজন নেই। অ্যাকাউন্টটি জিরো ব্যালেন্স দিয়েই খোলা যেতে পারে। 1 ফেব্রুয়ারি, 2022 থেকে অ্যাকাউন্টে সুদের হার 2.25 দেওয়া হচ্ছে। 1 লক্ষ টাকার উপরে ও 2 লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্সের জন্য 2.50 শতাংশ সুদ দিচ্ছে এই ডিজিটাল ব্যাঙ্ক।


India Post Payment Bank: ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের জন্য কী লাগবে ?


অ্যাকাউন্টধারককে 12 মাসের মধ্যে KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট কেওয়াইসি আনুষ্ঠানিকতা শেষ করার পরে নিয়মিত বা রেগুলার সেভিংস অ্যাকাউন্টে আপগ্রেড করা হবে।এই আনুষ্ঠানিকতাগুলি যেকোনও অ্যাক্সেস লোকেশনে (ডাকঘর) বা জিডিএস/পোস্টম্যানের সাহায্যে করা যেতে পারে।অ্যাকাউন্টে অনুমোদিত সর্বোচ্চ বার্ষিক আমানত রাখার পরিমাণ 2 লাখ টাকা।অ্যাকাউন্ট খোলার 12 মাসের মধ্যে KYC সম্পূর্ণ না হলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে।


IPPB-তে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টে 12 মাসের মধ্যে KYC প্রক্রিয়া সম্পন্ন করার পর ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (POSA)এর সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। সেই ক্ষেত্রে ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারকে এক বছরের মধ্যে KYC করে অ্যাকাউন্টটিকে নিয়মিত বা রেগুলার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে রূপান্তরিত করা যাবে। এই কাজের মাধ্যমে SBREG অ্যাকাউন্টগুলিতে প্রযোজ্য আরও অনেক সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহক।