JOBS IN POWERGRID:  পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে ১০৫টি পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে।


Power Grid Corporation of India Limited: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে (কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)-এর চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। GATE-2021-উত্তীর্ণদের বাছাই পর্বে ডাকা হবে।  যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পাওয়ারগ্রিড) এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।  


ASSISTANT ENGINEER TRAINEE
– Electrical: 60 Posts
– Civil: 04
– Electronics: 04
– Computer Science: 37 posts


Jobs in POWERGRID: শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ার ট্রেনি পদে আবেদনের জন্য ন্যূনতম 60% নম্বর বা সমমানের CGPA স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ফুলটাইম B.E./ B.Tech/ B.Sc (Engg.) উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে। প্রার্থীর GATE 2021-এর সংশ্লিষ্ট কাগজে উপস্থিত হওয়া উচিত 


POWERGRID Jobs: বয়স সীমা 
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-দের জন্য 05 বছর, OBC-এর জন্য 03 বছর ও PWD বিভাগের জন্য 10 বছরের ছাড় রয়েছে। প্রাক্তন সৈনিক ও অন্যান্য কোনও বিষয়ে বয়সে ছাড়ের ক্ষেত্রে সরকারি নিয়ম অমনুসারেই সবকিছু করা হবে। এই বিশয়ে আবেদনকারীকে কোম্পানিপ অফিশিযাল ওয়েবসাইট দেখা উচিত। 


ASSISTANT ENGINEER TRAINEE: প্রার্থী নির্বাচন 
প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে GATE-2021-এর প্রামাণ্য নথি ছাড়াও ম্যানেজমেন্টের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তাদের আচরণগত মূল্যায়ন, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারিভিউয়ের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। প্রার্থীদের জিডি/ইন্টারভিউ হিন্দি বা ইংরেজিতে দেওয়ার বিকল্প থাকবে।


পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (পাওয়ারগ্রিড)- https://careers.powergrid.in-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন।


Official website of Power Grid Corporation of India Limited (POWERGRID) — https://careers.powergrid.in 


Education Loan Information:

Calculate Education Loan EMI