Banking Service: সুখবর দিয়েছে রাশিয়ার সরকার (Russian Government)। ভারতীয় নাগরিকদের জন্য ব্যাঙ্কের নিয়ম (Banking Rules) কানুন শিথিল করতে চলেছে রাশিয়া সরকার। ভারতে থেকে যেসব নাগরিকরা রাশিয়ার ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) খুলতে চান, তাঁদের জন্য কিছু সুবিধা দিতে চলেছে ওই দেশের সরকার। এক্স মাধ্যমে ভারতের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে যেসব ভারতীয় নাগরিক দেশে বসে রাশিয়ার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইছেন বা টাকা জমা রাখতে চাইছেন, তাঁদের জন্য নিয়ম কানুন সরলীকৃত করা হচ্ছে। 



এই নতুন নিয়মের আওতায় ভারতের নাগরিক যাঁরা পর্যটক বা পড়ুয়া তাঁরা এমন একটি ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যাদের রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে যোগসূত্র রয়েছে অর্থাৎ কোলাবরেশন রয়েছে। এরপর সেখানে মানে রাশিয়ার ওই ব্যাঙ্কে ভারতে বসেই অ্যাকাউন্ট খুলতে পারবেন, যাকে রিমোট ব্যাঙ্কিং পরিষেবা বলা হচ্ছে। এছাড়াও পাবেন একটি ব্যাঙ্ক কার্ড, যার মাধ্যমে রাশিয়ায় আর্থিক লেনদেন করা সম্ভব হবে। এক্স মাধ্যমে রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে গোটা প্রক্রিয়াটা খুবই সহজ-সরল। যেসমস্ত ভারতীয় নাগরিক দেশে বসে রাশিয়ার ব্যাক অ্যাকাউন্ট খোলার বা টাকা জমা রাখার পরিষেবা পেতে চান তাঁদের এমন একটি ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে প্রথমে যোগাযোগ করতে হবে যার সঙ্গে রাশিয়ান ফেডারেশনের সেন্ট্রাল ব্যাঙ্কের যোগাযোগ রয়েছে। ওই ব্যাঙ্কের মাধ্যমেই বাকি নির্দেশিকা পাবেন গ্রাহক।


একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে কিংবা টাকা জমা রাখা হয়ে গেলে, তারপর রাশিয়াতে গিয়ে আপনি সেখানকার ওই পার্টনার রাশিয়ান ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে হাতে পেয়ে যাবেন কার্ড। আর এই কার্ডের মাধ্যমেই ফিনানসিয়াল ট্রানজাকশন অর্থাৎ টাকাপয়সার লেনদেন সম্ভব হবে। ভারতীয় পর্যটক এবং পড়ুয়াদের জন্য এই পরিষেবা বিশেষ সুবিধাজনক। এমনিতেই ভারত থেকে প্রচুর ছাত্রছাত্রী রাশিয়াতে ডাক্তারির পড়াশোনা করতে চান। তাদের সুবিধার জন্যেই এই পরিষেবা চালু হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন- আমেরিকায় বড় ঘোষণা, বৃহস্পতির শেয়ার বাজারে খুশির খবর ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial