Job Card and Aadhar Card Link: জব কার্ডের (Job Card) সঙ্গে আধার কার্ডের (Aadhar Card) সংযুক্তিকরণ বাধ্যতামূলক। পিটিআই সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। সংযুক্তিকরণের শেষ দিন আগামী ৩১ অগাস্ট। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজে অর্থ মঞ্জুরীর জন্য এই সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। গত জানুয়ারিতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। আগে সময়সীমা ছিল ৩০ জুন। তবে এবার ৩০ জুনের বদলে সময়সীমা বৃদ্ধি করা হল, ৩১ অগাস্ট জব কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করার শেষ দিন।
আধার কার্ডের আপডেট প্রসঙ্গে জালিয়াতি, প্রতারণার শিকার ইউজাররা, সতর্কবার্তা আধার কর্তৃপক্ষের
সম্প্রতি এক নতুন জালিয়াতির কথা প্রকাশ্যে এসেছে। যেখানে ইউজারদের কাছে আধার কার্ড আপডেট করার নাম ব্যক্তিগত তথ্য চেয়ে নেওয়া হচ্ছে। মূলত হোয়াটসঅ্যাপ, এসএমএস কিংবা ফোনের মাধ্যমে এইসব তথ্য চাওয়া হচ্ছে ইউজারদের থেকে। এমনকি বার্তা আসছে ইমেলের মাধ্যমেও। এটাই হল আসল ফাঁদ। পা দিলেই বিপদ। একবার যদি ইউজারদের ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে চলে আসে তাহলে আর রক্ষে নেই। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা জারি করেছে UIDAI কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কোনওভাবেই আধার আপডেট করার জন্য হোয়াটসঅ্যাপ, এসএমএস কিংবা ফোনের মাধ্যমে ইউজারদের কাছে তথ্য চাইবে না UIDAI, বরং আধার কার্ড আপডেট করতে চাইলে ইউজারদের যেতে হবে UIDAI- এর অফিশিয়াল ওয়েবসাইটে। অথবা বাড়ির কাছের কোনও আধার কেন্দ্রে যেখানে কার্ড আপডেট করা সম্ভব হবে অফলাইন পদ্ধতিতে।
১০ বছরের পুরনো আধার আপডেট করুন
UIDAI সম্প্রতি একটি প্রচার চালাচ্ছে, যাতে ১০ বছরের বেশি পুরনো আধার আপডেট করতে বলেছে কর্তৃপক্ষ। UIDAI বলেছে যাদের আধার ১০ বছরের বেশি তাদের তথ্য় আপডেট করা উচিত। সেই ক্ষেত্রে পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণপত্র (POI / POA) নথিগুলি আধারে আপডেট করা উচিত। এর জন্য UIDAI বিনামূল্যে আধার আপডেট করার সুবিধাও দিচ্ছে। আগে এই বিনামূল্যে পরিষেবাটি ১৪ জুন ২০২৩ পর্যন্ত পাওয়া যেত, যা এখন ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- চন্দ্রযান ৩ মিশনের সাফল্যে জড়িত এই স্টকগুলি, এখন বিনিয়োগে লাভ না ক্ষতি ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন