Indian Army Recruitment 2023: ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) চাকরির সুযোগ। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে NCC Special Entry 55 Course। এর জন্যই আগ্রহী প্রার্থীদের আবেদনের কথা ঘোষণা করেছে ভারতীয় সেনাবাহিনী। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in- এখানে গিয়ে আবেদন করতে পারবেন। ৫৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৫ জুলাই থেকে। আর তা চলবে ৩ অগস্ট পর্যন্ত। অর্থাৎ হাতে এখনও বেশ কয়েকদিন সময় রয়েছে আবেদন করার জন্য। অনলাইন মাধ্যমেই ভারতীয় সেনাবাহিনীর এই পোস্টের জন্য আবেদন পাঠানো সম্ভব হবে।
কাদের জন্য কত শূন্যপদ
- NCC Men- ৫০টি শূন্যপদ
- NCC Women- ৫টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা
এনসিসি 'সি' সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে আবেদনকারীদের কাছে পরিচিত এবং অনুমোদনপ্রাপ্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। অথবা এর সমতুল্য কোনও ডিগ্রি থাকা প্রয়োজন। সমস্ত বছরের মোট নম্বর মিলিয়ে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীদের। যাঁরা ফাইনাল ইয়ারের পড়াশোনা করছেন তাঁরা আবেদন জমা দিতে পারবেন। সেক্ষেত্রে তিন বছরের কোর্সে পড়াশোনা করলে প্রথম দু'বছর অথবা চার বছরের কোর্সে পড়াশোনা করলে প্রথম তিন বছরের নূন্যতম ৫০ শতাংশ নম্বর পাওয়া প্রয়োজন।
বয়স সীমা
১৯ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে (২০২৩, ১ জানুয়ারির প্রেক্ষিতে) এই চাকরির জন্য ভারতীয় সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। অর্থাৎ ১৯৯৯ সালের ২ জানুয়ারির আগে যাঁদের জন্ম নয় এবং ২০০৫ সালের ১ জানুয়ারির পরে যাঁদের জন্ম নয় তাঁরা আবেদন করতে পারবেন।
যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার প্রক্রিয়া
Ministry of Defence (Army)- এর Integrated Headquarters- এর হাতে থাকছে অ্যাপ্লিকেশন শর্টলিস্ট করার ক্ষমতা। কেবলমাত্র শর্টলিস্ট হওয়া যোগ্য প্রার্থীরাই SSB- তে যেতে পারবেন। তালিকায় রয়েছে বেশ কয়েকটি সিলেকশন সেন্টার এলাহাবাদ (উত্তরপ্রদেশ), ভোপাল (মধ্যপ্রদেশ), বেঙ্গালুরু (কর্ণাটক) এবং জলধর (পাঞ্জাব)। দ্বি-স্তরীয় নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে প্রার্থী বাছাই প্রক্রিয়া। যাঁরা প্রথম ধাপ বা স্টেজ-১ পাশ করবেন বা উত্তীর্ণ হবেন, তাঁরাই দ্বিতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাবেন। স্টেজ-১ - এ পাশ করতে না পারলে আর কোনও সুযোগ থাকছে না এই দফায়। জানা গিয়েছে, প্রার্থীরা SSB ইন্টারভিউতে যে নম্বর পাবেন তাঁর ভিত্তিতেই তৈরি হবে মেরিট লিস্ট।
আরও পড়ুন- দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন