Fixed Deposit: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হোক বা বেসরকারি ব্যাঙ্ক, সময়ে সময়ে সমস্ত ব্যাঙ্কই তাঁদের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের উপর সুদের হারে বদল আনে। কখনও এই সুদের হার বাড়ে, কখনও কমে। নতুন বছর শুরু হতেই এর আগে অ্যাক্সিস ব্যাঙ্ক ও ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সুদের হার (FD Interest Rate) বেড়েছিল প্রবীণ নাগরিকের স্থায়ী আমানতের উপর। এবার সুদের হার বাড়াল আরেকটি বেসরকারি ব্যাঙ্ক। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। এখানে আমানত আছে আপনার ? এখন কত হল স্থায়ী আমানতে সুদের হার ?


কত বাড়ল সুদের হার


২৭ ফেব্রুয়ারি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের স্থায়ী আমানতে সুদের হার পরিবর্তিত হয়েছে। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার(FD Interest Rate)  বর্তমানে ২.৭৫ শতাংশ থেকে শুরু করে ৭.৪০ শতাংশ। আগে এই সর্বোচ্চ সুদের হার ছিল ৭.২৫ শতাংশ, এখন তা বাড়ল ১৫ বেসিস পয়েন্ট।


কোন মেয়াদের আমানতে কত সুদের হার


বর্তমানে কোটাক ব্যাঙ্কের স্থায়ী আমানত যদি ৩৯০ দিন থেকে ২৩ মাসের কম মেয়াদে হয়, সেক্ষেত্রে ব্যাঙ্কের তরফে আপনাকে ৭.৪০ শতাংশ সুদ দেওয়া হবে। আবার ২৩ মাস থেকে ২ বছরের কম সময়ের মেয়াদে স্থায়ী আমানতে সুদের হার ৭.৩০ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদে সুদের হার ৭ শতাংশ নির্ধারিত হয়েছে।


প্রবীণ নাগরিকদের জন্য সুবিধে


এই ব্যাঙ্কে যদি কোনও প্রবীণ নাগরিক স্থায়ী আমানত করেন, সেক্ষেত্রে তাঁদের জন্য বিশেষভাবে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার (FD Interest Rate) হবে ৩.২৫ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ।


কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের সুদের হার


৭ থেকে ১৪ দিনের জন্য- ২.৭৫ শতাংশ


১৫ থেকে ৩০ দিনের জন্য- ৩.০০ শতাংশ


৩১ থেকে ৪৫ দিনের জন্য- ৩.২৫ শতাংশ


৪৬-৯০ দিনের জন্য- ৩.৫০ শতাংশ


৯১-১২০ দিনের জন্য- ৪.০০ শতাংশ


১২১-১৭৯ দিনের জন্য আমানতে- ৪.২৫ শতাংশ


১৮০ দিনের জন্য আমানতে- ৭.০০ শতাংশ


১৮১-২৬৯ দিনের জন্য সুদের হার- ৬.০০ শতাংশ


২৭০ দিনের জন্য আমানতে- ৬.০০ শতাংশ


৩৬৪ দিনের জন্য আমানতে- ৬.৫০ শতাংশ


৩৯০ দিনের জন্য- ৭.৪০ শতাংশ


২৩ মাসের জন্য আমানতে- ৭.৩০ শতাংশ


২ বছর থেকে ৩ বছরের কমে- ৭.১৫ শতাংশ


৩ বছর থেকে ৪ বছরের কমে- ৭.০০ শতাংশ


৫ বছর থেকে ১০ বছরের কমে- ৬.২০ শতাংশ


 


আরও পড়ুন: Paytm Payments Bank: পেটিএম ব্যাঙ্কে বেতন ঢোকে ? এই কাজ না করলে আটকে যাবে বেতন