LIC Bima Jyoti Policy: 'জীবনের সুরক্ষার' পাশাপাশি পাবেন সঞ্চয়ের নিশ্চয়তা। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র এই পলিসি দিচ্ছে 'বাম্পার বেনিফিট'। জেনে নিন কী আছে এই প্ল্যানে।
LIC Bima Jyoti Policy: LIC-এর বিমা জ্যোতি পলিসি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং, ইনডিভিজুয়াল, লাইভ অ্যাসিওরেন্স সঞ্চয় পরিকল্পনা। যা পলিসি হোল্ডারকে সুরক্ষা ও সঞ্চয়ের একটি আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এতে পলিসির মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারের জন্য আর্থিক সাহায্য দেয় এই প্ল্যান।
পাশাপাশি মেয়াদপূর্তির সময়ে পলিসিহোল্ডারকে এককালীন অর্থ দেওয়ার নিশ্চিত প্রতিশ্রুতি দেয়। এখানেই শেষ হয় না পলিসির সুবিধা। এই পরিকল্পনা অনুয়ায়ী বিপদে ঋণের সুবিধা পাবেন গ্রাহক। এই প্ল্যানটি এজেন্ট বা অন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অফলাইনে কেনা যায়। পাশাপাশি অনলাইনে www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে এই পলিসি নিতে পারবেন আপনি।
LIC Bima Jyoti Policy: কারও মৃত্যু হলেএই ক্ষেত্রে পলিসির মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে "মৃত্যুতে বিমাকৃত অর্থ" (Sum Assured on Death) ও জমানো গ্যারান্টিযুক্ত নিশ্চিত অর্থ (Accrued Guaranteed Additions)পরিবারকে দেওয়া হয়। সেই ক্ষেত্রে মৃত্যর পরে পরিবার "মৃত্যুতে বিমাকৃত অর্থ" (Sum Assured on Death)বলতে বেসিক সাম অ্যাসিওরেড বা মৌলিক নিশ্চিত বিমার অর্থের ১২৫ শতাংশ টাকা পাবে মৃতের বা পলিসি হোল্ডারের পরিবার। অথবা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ টাকা দেওয়া হবে ওই পরিবারকে।
LIC Bima Jyoti Policy: মেয়াদ শেষে সুবিধাপলিসির মেয়াদ সম্পন্ন হলে "ম্যাচুরিটির উপর বিমাকৃত অর্থ" ও জমানো গ্যারান্টিযুক্ত নিশ্চিত অর্থ (Guaranteed Additions) পাবেন পলিসি হোল্ডার। একটা বিষয় মাথায় রাখতে হবে এই সব সুবিধা পাওয়ার জন্য মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকতে হবে গ্রাহকের। মনে রাখতে হবে, এই ক্ষেত্রে 'সাম অ্যাসিওরড অন ম্যাচুরিটি' বলতে 'বেসিক সাম অ্যাসিওরড'কে বোঝানো হয়। এই ক্ষেত্রে দু-টোর টাকার অঙ্ক সমান হয়ে থাকে।
LIC Bima Jyoti Policy: যোগ্যতা ও নীতিমালাএলআইসি বিমা জ্যোতি পলিসির যোগ্যতার শর্তাবলী
Minimum Basic Sum Assured: Rs. 1,00,000Maximum Basic Sum Assured (Basic Sum Assured shall be in multiples of : No limit Rs 25,000/-)Policy Term: 15 to 20 yearsPremium Paying Term: Policy Term minus 5 YearsMinimum Age at entry: 90 days CompletedMaximum Age at Entry: 60 Years (Age Nearer Birthday)Minimum Age at Maturity: 18 years (Completed)Maximum Age at Maturity: 75 Years (Age Nearer Birthday)
এই পলিসির বিষয়ে বিশদে জানতে আগ্রহীদের www.licindia.in -এ যেতে হবে। আমরা কেবল এই খবর আপনাদের কাছে তুলে ধরছি। বিস্তারিত না জেনে যেকোনও পলিসিতেই বিনিয়োগ করবেন না।