LIC Policy: আপনার জীবনবিমা রয়েছে? এমন করছেন না তো? সাবধান করছে খোদ LIC

LIC Issues Warning: জীবনবিমা নিয়ে একাধিক ভুল ও বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে। ফাঁদে পা দিলেই খোয়াতে হবে বিমার কভার। তা নিয়েই সতর্ক করছে এলআইসি।

Continues below advertisement

মুম্বই: আপনার এলআইসি-এর জীবনবিমা পলিসি (Life insurance policy) রয়েছে? তাহলে আপনার জন্য বিশেষ বার্তা দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। নিজেদের গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে LIC. সম্প্রতি বেশ কয়েকবার খবরে প্রকাশিত হয়েছে যে এলআইসি পলিসি সারেন্ডার করার ক্ষেত্রে- ইদানিং বেশ কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তি বা সংস্থার নাম করে সংশ্লিষ্ট গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে পলিসি সারেন্ডার না করতে, তার বদলে তারা ওই পলিসি অধিগ্রহণ করে নেবেন। এই বিষয়টিই নিয়ে সতর্ক করেছে ভারতীয় জীবনবিমা নিগম।

Continues below advertisement

একটি বিজ্ঞপ্তি (Statment from LIC) প্রকাশ করা হয়েছে এলআইসি-এর তরফে। সেখানে গ্রাহকদের জানানো হয়েছে যে এলআইসি- এমন কোনও ব্যক্তি বা সংস্থার সঙ্গে যুক্ত নয়। এমন কোনও পরিষেবার কথা এলআইসি জানে না। এমন কোনও দাবি বা মন্তব্য কোনও ব্যক্তি বা এলআইসি-এর কোনও প্রাক্তন কর্মী করে থাকলে সেটা তাঁদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এলআইসি-এর তরফে বলা হয়েছে, বিমা সংক্রান্ত এমন কোনও দায়িত্ব থেকে তারা নিজের যোগাযোগ অস্বীকার করছে।

কোনও বিমা ট্রান্সফার বা বিক্রির ক্ষেত্রে কী নিয়ম রয়েছে?
LIC বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনও জীবনবিমা পলিসির (Lic policy sale) বিক্রি বা ট্রান্সফারের (Lic policy transfer) ক্ষেত্রে পুরোটাই ১৯৩৮ সালের ইন্স্যুরেন্স অ্যাক্টের সেকশন ৩৮ এর অধীনে করতে হয়। এলআইসির (LICI) তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে- কোনও বিমার ক্ষেত্রে যদি এলআইসি মনে করে সেটি বেআইনি ভাবে, নিয়ম বহির্ভূতভাবে বা এমন কোনও ভাবে হয়েছে যা স্বীকৃত নয় এবং গ্রাহকের জন্য় ঠিক নয়- তা যে কোনও সময় বাতিল করতে পারে বিমাপ্রদানকারী সংস্থা (এক্ষেত্রে LIC)

এলআইসির আবেদন:
কোনওরকম LIC পলিসি (Lic policy buy) কেনার সময় গ্রাহকরা যেন সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করেন, যাতে কোনও ভুলের জন্য কোনও গ্রাহকের আর্থিক নিরাপত্তা (Financial Security) এবং পরিবারের নিরাপত্তা কভার (Risk Cover) বিঘ্নিত না হয়। তার সঙ্গেই জীবনবিমা নিগমের তরফে জানানো হয়েছে- সারেন্ডার বা হাতবদল সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনও এলআইসি  শাখায় কোনও LIC-এর অফিসারের সঙ্গে আলোচনা করে নিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: হলং অগ্নিকাণ্ডে ভস্মীভূত 'নস্টালজিয়া'! বাতাসে ভাসছে বহু প্রশ্ন! কতটা মিলল উত্তর?

Continues below advertisement
Sponsored Links by Taboola