Adani Group: হিন্ডেনবার্গ বিতর্ক (Hindenburg Report) এখন অতীত কথা। বিগত বছরে দারুণ লাভ করেছে আদানি গ্রুপ (Adani Group) । সেই লাভের (Profit) সুফল পেয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। জানেন, প্রতি ঘণ্টায় কত আয় (Income) করেছেন তিনি ?


গত বছর কত সম্পদ ছিল আদানির
এক বছর আগে গৌতম আদানির মোট সম্পদ ছিল ৫৮.২ বিলিয়ন ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০৬ বিলিয়ন ডলারে। প্রতি ঘণ্টায় তিনি আয় করছেন প্রায় ৪৫ কোটি টাকা। দিন দিন বেড়েই চলেছে বিনিয়োগের পরিমাণও। দেশ ছাড়িয়ে এখন বিদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন তিনি।


হিন্ডেনবার্গ রিপোর্টের সম্পদের পরিমাণ নেমে এসেছিল ৪০ বিলিয়ন ডলারে
আদানি গ্রুপ গত এক বছরে খুব ভালো পারফর্ম করেছে। কোম্পানিগুলোর শেয়ার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গৌতম আদানির মূল্যায়নও বেড়েছে। গৌতম আদানির মোট সম্পদ তার 61 তম জন্মদিন থেকে তার 62 তম জন্মদিন পর্যন্ত 82 শতাংশের বেশি বেড়েছে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর গৌতম আদানির মোট সম্পদ ৪০ বিলিয়ন ডলারের নীচে চলে গেছে। তারপর থেকে, তার মোট সম্পদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে গৌতম আদানির সম্পত্তি বেড়েছে প্রায় ২৫ শতাংশ।


এক বছরে আদানিদের কত সম্পদ বেড়েছে
গৌতম আদানির মোট সম্পদ বেড়েছে ৪৮ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, 24 জুন, 2023 তারিখে, গৌতম আদানির মোট সম্পদ ছিল $58.2 বিলিয়ন, যা এখন $106 বিলিয়ন হয়েছে। গত এক বছরে তার বেতন বেড়েছে প্রায় ৪৮ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে প্রতি ঘণ্টায় গৌতম আদানির সম্পদ বেড়েছে ৪৫.৭৪ কোটি টাকা।


2024 সালে 21.3 বিলিয়ন ডলার এসেছে ভাণ্ডারে
2024 সালে গৌতম আদানির সম্পদ বেড়েছে 21.3 বিলিয়ন ডলার, অর্থাৎ 1.77 লাখ কোটি টাকা। যার অর্থ হল আদানির সম্পদ 25 শতাংশের বেশি বেড়েছে। পরিসংখ্যান অনুসারে, গৌতম আদানি বর্তমানে বিশ্বের 14তম ধনী ব্যবসায়ী। এশিয়ার ধনী ব্যবসায়ীদের তালিকায়ও তার নাম রয়েছে। তার উপরে ভারতের মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি বিশ্বের 12তম ধনী ব্যক্তি।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: HMT Revival: মোদির তৃতীয়বারে ফের খুলবে HMT ! মন্ত্রী দিলেন এই খবর