নয়া দিল্লি: রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা দেশজুড়ে। কাল রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দেশের সর্ববৃহৎ জীবন বীমা সংস্থা, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation Of India) বা এলআইসিও (LIC) সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। এলআইসির এই পরিকল্পনা একটি গ্যারান্টিযুক্ত বার্ষিক আয় প্রকল্প। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এলআইসি জীবন ধারা টু (LIC Jeevan Dhara II)। 


এটি একটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং অ্যানুইটি প্ল্যান হিসাবে প্রকাশ করা হয়েছে।


এই নতুন ইন্সুরেন্স প্ল্যানের অধীনে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা? 


LIC Jeevan Dhara II –এর এই নয়া ইন্সুরেন্স পলিসিটি গ্রাহকেরা ২২ জানুয়ারি থেকে কিনতে পারবেন। অনলাইন ও অফলাইন, দুইভাবেই এই ইন্সুরেন্স পলিসিটি কিনতে পারবেন গ্রাহকরা।                                      


এলআইসি জীবন ধারা টু কেনার সর্বনিম্ন বয়স ২০ বছর। এখানে সর্বোচ্চ বয়স সীমা বার্ষিক বিকল্প অনুসারে নির্ধারণ করা যাবে। প্ল্যান কেনার সর্বোচ্চ বয়সসীমা ৮০ বছর, ৭০ বছর কিংবা ৬৫ বছর হতে পারে। এখানে বিকল্প বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এই প্ল্যানের উল্লেখযোগ্য বিষয় হল অ্যানুয়িটি গ্যারান্টি। 


এলআইসির প্রকাশ করা প্রেস রিলিজ অনুসারে এটি ১১ টি বার্ষিক বিকল্প পরিকল্পনার সঙ্গে পাওয়া যাবে। এছাড়া বেশি বয়সে বেশি বার্ষিক হারে পাওয়া যেতে পারে। পলিসি প্রাপকের পলিসি যখন কার্যকর থাকে, সেই সময় ডিফারমেন্ট পিরিয়ডের সময় যে কোনও একক প্রিমিয়াম হিসেবে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে অ্যানুয়িটি বেছে নেওয়া যেতে পারে। পলিসিধারকেরা অ্যানুইটির জন্য মোট ১১ ধরনের বিকল্প পাবেন। এছাড়াও অধিক বয়সের ক্ষেত্রে উচ্চতর অ্যানুইটি রিটার্নের সুবিধা পাবেন গ্রাহকেরা। 


এলআইসি-র তরফে বলা হয়েছে, এই নতুন ইনসুরেন্স পলিসিটি চালুর কথা ঘোষণা করেছে। সংস্থা জানিয়েছে, LIC ইন্ডিভিজুয়াল, সেভিংস এবং ডিফারড অ্যানুইটি প্ল্যান হিসাবে জীবন ধারা টু ইন্সুরেন্স পরিকল্পনা লঞ্চ করেছে।                                  


আরও পড়ুন, এক সপ্তাহে বেড়েছে ৫৫ শতাংশের বেশি, এই ৫টি রেলের শেয়ারের নাম জানেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে