LIC Retirement Plan: প্রতিটি মানুষই চাকরি বা ব্যবসা করার সময় নিজেদের অবসরের কথা মাথায় রেখে বিনিয়োগ করেন বা টাকা সঞ্চয় করতে থাকেন। যখন তিনি অবসর নেবেন, তখন সেই সময়কার খরচ কীভাবে চালাবেন, কীভাবে সব কিছু পরিচালনা করবেন তা নিয়ে একটি চিন্তা থাকে সাধারণ মানুষের মধ্যে। কারণ এই পরিকল্পনা (LIC Retirement Plan) করে রাখলে অন্য কারও খরচের উপর তাঁকে নির্ভর করতে হয় না। আপনিও যদি অবসর নেওয়ার পরে পেনশন পাওয়ার পরিকল্পনা করে রাখেন, তাহলে এলআইসির এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।
ভারতের রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই স্কিমটি আপনার জন্য কার্যকর হতে পারে। এই অবসর প্রকল্পে বিনিয়োগ করার পরে আপনি অবসরের পরে বছরে ১ লক্ষ টাকারও বেশি পেনশন পাবেন। কোন স্কিম ? কীভাবে বিনিয়োগ করবেন ? জেনে নিন বিশদে।
এলআইসির নতুন জীবন শান্তি প্ল্যানে বিনিয়োগ করতে হবে
অবসর গ্রহণের পরে আপনি যদি প্রতি বছর ১ লক্ষ টাকারও বেশি পেনশন পেতে চান, তাহলে আপনি এলআইসির জীবন শান্তি পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে দুইভাবে বিনিয়োগ করতে পারেন আপনি। একটি বিকল্প হল এফডি অ্যানুইটি ফর সিঙ্গল লাইফ এবং এফডি অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ। অর্থাৎ আপনি চাইলে সিঙ্গল অর্থাৎ এককভাবে বিনিয়োগ করতে পারেন এবং যৌথভাবেও বিনিয়োগ করতে পারেন। এতে আপনি কত পেনশন পেতে চান, তাও ঠিক করতে পারবেন। এই স্কিমে নাম নথিভুক্ত করালে অবসর গ্রহণের পরে সারা জীবন এই নির্দিষ্ট অঙ্কের পেনশন পেতে থাকবেন আপনি। এই স্কিমে আপনাকে দারুণ সুদও দেওয়া হবে।
১ লক্ষেরও বেশি পেনশন পাবেন প্রতি বছর
এলআইসির এই নতুন জীবন শান্তি পলিসিটি ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সীদের জন্য তৈরি করা হয়েছে। যদি আপনার বয়স ৫৫ বছর হয় এবং আপনি এই স্কিমে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনাকে এককালীন ১১ লক্ষ টাকা জমা করতে হবে। এরপরে আপনার টাকা এই স্কিমে জমা থাকবে ৫ বছরের জন্য। এরপরে ৬০ বছর বয়স হলে আপনি প্রতি বছর ১ লক্ষ ১ হাজার ৮৮০ টাকা পেতে থাকবেন। যদি আপনি ষাণ্মাসিক ভিত্তিতে পেনশন নেন তাহলে আপনাকে প্রতি ৬ মাস অন্তর ৪৯,৯৯১ টাকা দেওয়া হবে। অর্থাৎ মাসিক ভিত্তিতে আপনি ৮১৪৯ টাকা করে পেনশন পাবেন।
কীভাবে নেবেন এই পলিসি
আপনি যদি এলআইসির এই জীবন শান্তি পলিসি নিতে চান তাহলে আপনি আপনার নিকটতম এলআইসির অফিসে যেতে পারেন। অথবা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট http://licindia.in-এ গিয়ে আবেদন করতে পারেন এই পলিসির জন্য।