LIC Policy: বেসরকারি বিমা কোম্পানির মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত এই বিমা কোম্পানি। এখনও দেশের বেশিরভাগ মানুষ আস্থা রাখেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র ওপর। জীবন বিমা ছাড়াও এই পলিসি থাকলেই ঋণ নিতে পারবেন পলিসি হোল্ডার। জেনে নিন, কীভাবে এই পলিসির মাধ্যমে অনলাইন বা অফলাইনে ঋণ নিতে পারবেন আপনি।
LIC Loan: কী কী ধরনের ঋণ নিতে পারবেন ?
সারা দেশে কোটি কোটি পলিসি হোল্ডার রয়েছে LIC-র। ভবিষ্যৎ সুরক্ষিত করতে ও আপনার আর্থিক চাহিদার কথা মাথায় রেখে এই বিমা পলিসিতে বিনিয়োগ করতে পারেন। LIC-র বিমা পলিসিতে ঋণের সুবিধা রয়েছে। হঠাৎ অর্থের প্রয়োজন হলে আপনি সহজেই এলআইসি পলিসির মাধ্যমে ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। ভ্রমণ, সন্তানের বিয়ে, অসুস্থতা, বাড়ি মেরামত ইত্যাদি কাজ সেরে নিতে এই ঋণ নিতে পারেন।
LIC Policy: এলআইসি পলিসিতে কীভাবে ঋণ পাবেন ?
এলআইসি পলিসির পরিবর্তে যদি কোনও ব্যক্তি ঋণ নিয়ে তা শোধ না করেন, তবে সেই পরিস্থিতিতে তার ঋণ LIC-র ক্লেইম থেকে ফেরত দেওয়া হয়। আপনি যদিLIC পলিসিতে কত ঋণ পাবেন জানতে চান তাহলেLIC-র ই-পরিষেবাগুলিতে গিয়ে এই তথ্য পেতে পারেন। এই ঋণ নেওয়ার সময়, আপনার পলিসি নথি একটি গ্যারান্টি হিসাবে রাখা হয়। যদি একজন ব্যক্তি ঋণের পরিমাণ পরিশোধ না করেন, তাহলে সেই টাকা পলিসির মেয়াদপূর্তির পরিমাণ বা ম্যাচিউরিটি থেকে কেটে নেওয়া হয়।
LIC Loan: এলআইসি পলিসির বিনিময়ে ঋণ নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
1. LIC-র নিয়ম অনুসারে, একজন ব্যক্তি LIC পলিসির সারেন্ডার মূল্যের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পান।
2. মনে রাখবেন, আপনি যদি LIC পলিসির বিনিময়ে ঋণ নিতে চান, তাহলে আপনার পলিসিতে কমপক্ষে তিনটি প্রিমিয়াম জমা করতে হবে।
3. এর সঙ্গে, যদি কোনও ব্যক্তির সারেন্ডার মূল্য পলিসির ঋণের পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে আপনি ঋণ নেওয়ার পরেও পলিসি বন্ধ
করতে পারেন।
4. যদি একজন ব্যক্তি নির্ধারিত সীমার মধ্যে সম্পূর্ণরূপে ঋণের পরিমাণ পরিশোধ করেন, তাহলে তিনি মেয়াদপূর্তিতে এলআইসি থেকে সম্পূর্ণ অর্থ
পাবেন।
LIC Policy Loan: এলআইসি পলিসির পরিবর্তে ঋণের জন্য কীভাবে আবেদন করবেন
এই ঋণের জন্য অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারেন।
1 অনলাইন আবেদনের জন্য, প্রথমে LIC-র ই-পরিষেবা পোর্টালে গিয়ে নিজের নাম রেজিস্টার করুন।
2 এর পরে আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
3 এবার আপনাকে এখানে ঋণের জন্য একটি ঋণ আবেদন করতে হবে।
4 এর সঙ্গে আপনাকে আপনার KYC নথি জমা দিতে হবে। তারপরে এই সব নথিগুলি LIC-এর অফিসে পাঠাতে হবে।
5 এরপরে আপনার নথিগুলি দেখে LIC ৩ থেকে ৫ দিনের মধ্যে ঋণ অনুমোদন করবে।
অফলাইনে আবেদন করতে হলে আপনাকে এলআইসি অফিসে গিয়ে আবেদন করতে হবে। তারপর KYC-র পরে নথি জমা দিতে হবে। আপনার
আবেদন গৃহীত হলে ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।