Post Office PPF Scheme: অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে ভেবে দেখেতে পারেন পোস্ট অফিসের এই স্কিমের বিষয়ে। এখানে বিনিয়োগ করে ভাল সুদের পাশাপাশি আপনি পাবেন সরকারি আর্থিক সুরক্ষা। দিনে ৪১৭ টাকা দিয়ে এই স্কিমে কোটিপতি হতে পারেন বিনিয়োগকারী।
India Post: কী এই স্কিম ?
পোস্ট অফিস দেশের মধ্যবিত্ত বেতনভুক কর্মচারীদের জন্য সবচেয়ে পছন্দের বিকল্পগুলির মধ্যে একটি। যা ভাল আয়ের সঙ্গে দেয় সম্পদের নিরাপত্তা। স্টক মার্কেটে অধিক লাভের অনেক সুযোগ থাকলেও পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমটি একটি উচ্চ আয়ের বিকল্প হতে পারে।
Post Office Scheme: কারা অ্যাকাউন্ট খুলতে পারেন ?
একমাত্র যিনি আগ্রহী ব্যক্তি তিনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে একটি পিপিএফ থাকলে কোনও নতুন অ্যাকাউন্ট খোলা যায় না। অপ্রাপ্তবয়স্কদের হয়ে বাবা-মা বা আইনি অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
India Post: কত বছরে কত টাকা
পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী এনআরআইরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। তবে কোনও ভারতীয় যিনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এনআরআই হয়েছেন, তিনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন। এই ক্ষেত্রে ১ কোটি টাকা রিটার্ন পাওয়া যাবে স্কিমে। আপনি যদি ২৫ বছরের জন্য একটি অ্যাকাউন্টে প্রতিদিন ৪১৭ টাকা জমা করেন, তাহলে আপনার মোট রিটার্ন এক কোটি টাকায় পৌঁছতে পারে।
Post Office Scheme: এখন পাবেন কত সুদ ?
এই স্কিমে ১৫ বছরের ম্যাচিউরিটির মেয়াদ রয়েছে। আপনি চাইলে এই মেয়াদ ৫ বছর করে দু'বার বাড়াতে পারবেন। এ ছাড়াও পাবেন করছাড়ের সুবিধা। এই স্কিমে বর্তমানে ৭.১ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। সবথেকে বড় বিষয়, চক্রবৃদ্ধি হারে দেওয়া হয় এই সুদ।
রিটার্ন ক্যালকুলেটর চেক করুন
১৫ বছরে বা মেয়াদপূর্তির আগ পর্যন্ত আপনি যদি প্রতি মাসে ১২,৫০০ টাকা বা প্রতিদিন 417 টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনার পুরো বিনিয়োগ হবে ২২.৫০ লক্ষ টাকা। আপনি নিয়ম অনুসারে এখানে ৭.১ শতাংশের বার্ষিক সুদের হার সহ চক্রবৃদ্ধির সুবিধা পাবেন। এই স্কিমে সুদ হিসাবে ১৮.১৮ লক্ষ টাকা পাওয়া যায়।
India Post: আপনিও হবেন কোটিপতি
আপনি যদি ৫-৫ বছরের জন্য আরও দু'বার আপনার বিনিয়োগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে ১.০৩ কোটি টাকা আসবে ঘরে। এই ক্ষেত্রে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ৩৭.৫০ লক্ষ টাকা। সেই ক্ষেত্রে আপনার সুদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬৫.৫৮ লক্ষ টাকা। সব মিলিয়ে বিনিয়োগকারীর তহবিল দাঁড়ায় ১.০৩ কোটি টাকা। তবে শুধু পোস্ট অফিস নয়, ব্যাঙ্কেও খোলা যায় এই পিপিএফ অ্যাকাউন্ট।