RBI Order: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। প্রথম ধাপের নির্বাচন প্রক্রিয়া (Loksabha Election 2024) শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপের প্রস্তুতিতে ব্যস্ত ভারতের নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাঁর জন্য রিজার্ভ ব্যাঙ্কও (RBI Order) বিশেষ পদক্ষেপ করেছে। পেমেন্ট সংস্থাগুলিকে সমস্ত রকম সন্দেহজনক লেনদেনের তথ্য চেয়ে পাঠিয়েছে আরবিআই, বড় অঙ্কের লেনদেনের উপর কড়া নজরদারি করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
বৈদ্যুতিন ফান্ড ট্রান্সফার সিস্টেমের অপব্যবহার নয়
পেমেন্ট সিস্টেম অপারেটরগুলিকে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক বড় অঙ্কের লেনদেনের দিকে কড়া নজর দিতে বলেছে। এছাড়াও কেউ যাতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেদিকে কড়া খেয়াল রাখতে বলেছে আরবিআই (RBI Order)। কোনও প্রার্থীই যেন টাকার জোরে ভোটারদের আকৃষ্ট করতে না পারে, তাঁর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সংবাদসূত্রের খবর যে বিগত ১৫ এপ্রিল সমস্ত নন-ব্যাঙ্কিং PSO-গুলিকে এই মর্মে চিঠি পাঠিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই চিঠিতে আরবিআই জানিয়েছে যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে। তাই সংস্থাগুলিকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে।
শুধুমাত্র PSO-র মাধ্যমেই অনলাইন লেনদেন হয়
আরবিআইয়ের চিঠিতে উল্লেখ আছে যে নির্বাচন কমিশনও (Election Commission of India) এ ব্যাপারে উদ্বিগ্ন যে সমস্ত PSO-গুলির মাধ্যমেই এই অনলাইন ফান্ড ট্রান্সফার করা হয়। তাই সচেতন থাকতে হবে, যে কোনও রকম সন্দেহজনক লেনদেনের উপরে কড়া নজর দিতে হবে। বিভিন্ন অ্যাপ ও কার্ডের মাধ্যমে অনলাইন লেনদেন করা হয় দেশে। ভিসা, রুপে, পে-ইউ, পেটিএম, গুগল পে ইত্যাদির পাশাপাশি বিদেশি ফান্ড ট্রান্সফার সংস্থাগুলিকেও একই নির্দেশ দিয়েছে আরবিআই।
প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশ
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারও বিগত ১৬ এপ্রিল সমস্ত ব্যাঙ্ককে দৈনিক ভিত্তিতে বড় লেনদেনের তথ্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে পাঠাতে নির্দেশ দিয়েছিলেন। তাঁর কথায়, অর্থের জোরে কাউকে নির্বাচনে প্রভাবিত করতে দেওয়া হবে না। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন, চলবে ১ জুন পর্যন্ত। ৭ দফার এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ জুন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HDFC Bank: কর্মীদের ১৫০০ কোটি টাকা দেবে HDFC ব্যাঙ্ক ! কী জানালেন সিইও ?