One Time Bonus: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসির কর্মীদের জন্য এবার বড় সুখবর। এই ব্যাঙ্ক তাঁর কর্মীদের ১৫০০ কোটি টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্কের এমডি এবং সিইও শশীধর জগদীশান বলেছেন, এককালীন হারে (HDFC Bank One Time Bonus) এই টাকা দেওয়া হবে কর্মীদের যা তাঁদের অত্যন্ত খুশি করবে। মূলত ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দুরন্ত ফলাফল করেছে এই ব্যাঙ্ক আর তাই এই আবহে কর্মীদের খুশি রাখতে এককালীন বোনাস ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিকে HDFC ব্যাঙ্ক ১৬,৫১১ কোটি টাকা নিট মুনাফা করেছে। ১৯.৫ টাকা হারে ডিভিডেন্ডও ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। তারপর হল এককালীন বোনাসের ঘোষণা। এই ব্যাঙ্কের কর্মীদের জন্য বড় সুখবর।


ব্যাঙ্ক মার্জিংয়ের পর থেকে প্রশংসনীয় কাজ কর্মীদের


শশীধর জগদীশনের মতে, এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank One Time Bonus) কর্মীরা এই বছর প্রশংসনীয় কাজ করেছেন আর তাই তাঁদের এই কাজের পুরস্কার পাওয়া উচিত। HDFC Limited সংস্থার সঙ্গে জুড়ে যাওয়ার পরে এই ব্যাঙ্কের পারফরম্যান্স অনেক ভাল হয়েছে। আর এরপর থেকেই খুব দ্রুত উন্নতি করেছে HDFC Bank। সিইও জানিয়েছেন যে, ব্যাঙ্কের কর্মীরা দ্বিগুণ পরিশ্রম করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সবটা শেষ করেছেন। অ্যাট্রিশন রেটও এই বছর তুলনায় অনেক কম। কর্মীদের পরিশ্রম এবং ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকার জন্য তাদের সঙ্গে সংস্থার এই মুনাফা বণ্টন করে নেওয়ার ঘোষণা করেছেন শশীধর জগদীশন।


১৯.৫ টাকা হারে ডিভিডেন্ড দেবে HDFC ব্যাঙ্ক


গত সপ্তাহেই ১৯.৫ টাকা শেয়ারপিছু ডিভিডেন্ড ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্কের বোর্ড এই ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এইচডিএফসি ব্যাঙ্ক মোট ১৬,৫১১ কোটি টাকা মুনাফা করেছে। এই ব্যাঙ্কের নেট সুদের আয় বেড়ে হয়েছে ২৯,০০৭ কোটি টাকা। নিট আয়ও বেড়েছে এইচডিএফসি ব্যাঙ্কের। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের নিট আয় বেড়ে হয়েছে ৪৭,২৪০ কোটি টাকা। এর মধ্যে ব্যাঙ্কের সাবসিডিয়ারি HDFC Credila Financial Services-এর শেয়ার বিক্রি করে ৭৩৪০ কোটি টাকা পাওয়া গিয়েছে, সেই টাকাও অন্তর্ভুক্ত রয়েছে এই আয়ের মধ্যে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Fixed Deposit: HDFC না SBI, প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে কোথায় মিলছে বেশি সুদ ?