LPG Cylinder Expiry Date Information: জিনিস কেনার আগে তার মেয়াদ ফুরোনোর দিন সম্পর্কে জেনে নেন বেশিরভাগ ক্রেতা। অথচ রান্নার গ্যাসের সিলিন্ডারের বেলায় দেখতে ভুলে যান সবকিছু। জেনে নিন আপনার এলপিজি সিলিন্ডার কতটা সুরক্ষিত।


IOCL Update: এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীদের মনে প্রায়শই উঁকি দেয় এই প্রশ্ন। আপনি কি জানেন আপনার এলপিজি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ কত বা এটি সংসারের জন্য কতটা নিরাপদ ? এই বিষয়েই নিজেদের ওয়েবসাইটে তথ্য দিয়েছে তেল বিপণন সংস্থা আইওসিএল (Indian oil)। কী বলছে কোম্পানি ?


IOCL-এর ওয়েবসাইটে রয়েছে কী তথ্য ? আইওসি তার ওয়েবসাইটে জানিয়েছে, LPG সিলিন্ডার একটি বিশেষ ধরনের ইস্পাত ও সুরক্ষিত আবরণ দিয়ে তৈরি। রান্নার গ্যাসের 
সিলিন্ডারের উত্পাদন BIS 3196 এর নিয়ম মেনেই তৈরি হয়। কেবল CCOE দ্বারা অনুমোদিত ও BIS লাইসেন্স রয়েছে এমন সংস্থাকেই এই সিলিন্ডার তৈরির অনুমোদন দেওয়া হয়। তাই আপনার সিলিন্ডার সুরক্ষিত। 


LPG Cylinder Expiry Date: মেয়াদ শেষ হওয়ার তারিখের তথ্য 2007 সাল থেকেই আইওসি-র ওয়েবসাইটে রয়েছে এই তথ্য। যেখানে বলা হয়েছে, সব পণ্যেরই প্রায় নির্দিষ্ট মেয়াদকাল থাকে। তারপরই তা নষ্ট হয়ে যায়। তবে এলপিজি সিলিন্ডার কিছু মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়। সময়ে-সময়ে এর নানা ধরনের পরীক্ষা হয়ে থাকে। তবে এর 
কোনও এক্সপায়ারি ডেট বা মেয়াদ ফুরোনোর দিন হয় না। 


LPG Cylinder Expiry Date: কীভাবে দেখবেন সিলিন্ডারের মার্কিং বা কোড


এলপিজি সিলিন্ডারের বিধিবদ্ধ পরীক্ষা ও রং করার জন্য সময় নির্দিষ্ট করা থাকে। সিলিন্ডারের ওপর একটি কোডের মতো লেখা থাকে। যাতে কবে ওই সিলিন্ডার পরীক্ষার জন্য পাঠাতে হবে, তা লেখা থাকে। ধরুন, A 2022 এর অর্থ হল 2022 সালের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) পরীক্ষার জন্য পাঠানো হবে নির্দিষ্ট সিলিন্ডার। একইভাবে যে সিলিন্ডারে B 2022 লেখা আছে, সেগুলো 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে পরীক্ষার জন্য পাঠানো হবে। C 2022 এর অর্থ হল 2022 সালের তৃতীয় প্রান্তিকে(অক্টোবর-ডিসেম্বর) মাসে পাঠাতে হবে নির্দিষ্ট সিলিন্ডারগুলি। যে সিলিন্ডারের উপরে D 2022 লেখা আছে সেগুলো 2022 সালের চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে পুনরায় পরীক্ষার জন্য পাঠাতে হবে।


Indian oil update: কাজে লাগবে ইন্ডিয়ান অয়েলের এই লিঙ্ক 
আপনি যদি এই সম্পর্কে আরও তথ্য পেতে চান, তাহলে ইন্ডিয়ান অয়েল ওয়েবসাইট iocl.com/pages/indane-cooking-gas-overview-এর এই লিঙ্কে যোগাযোগ করতে পারেন। এখানে সব তথ্য বিস্তারিতভাবে পড়তে পারবেন। এর জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে।