LPG Gas Cylinder Subsidy Online: গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি চাইলে পেরোতে হবে এই কয়েকটা সহজ ধাপ। তাহলেই সস্তায় গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেয়ে যাবেন আপনি। জেনে নিন, কী সেই পদ্ধতি।
LPG Gas Cylinder: বদলেছে পরিস্থিতি
একটা সময় ছিল যখন গ্রামে কেবল কয়েকটি বাড়িতেই এলপিজি সিলিন্ডারের সুবিধা দেওয়া হত। যদিও বর্তমানে বদলেছে পরিস্থিতি। সময়ের সঙ্গে সঙ্গে এলপিজি সিলিন্ডার পৌঁছে গেছে ঘরে ঘরে।
LPG Gas Cylinder Subsidy Online: দাম বাড়ছে গ্যাস সিলিন্ডারের
বর্তমানে দেশে গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে জনগণকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে সরকার। এই ভর্তুকির ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে দেশবাসী। জানেন এলপিজি সিলিন্ডারে এই ভর্তুকি নেওয়ার নিয়ম।
LPG Gas Cylinder: ভর্তুকি পেতে করুন এই কাজ
কেন্দ্রীয় সরকার সরাসরি গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকা অ্যাকাউন্টহোল্ডারের অ্যাকাউন্টে পাঠায়। গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পেতে আপনাকে প্রথমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। আধারের সঙ্গে গ্যাস লিঙ্ক করতে আপনার কাছে অনলাইন মোড রয়েছে। জেনে নিন কীভাবে লিঙ্ক করবেন আধার ও এলপিজি।
১ প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট UIDAI.gov.in-এ যান।
২ এবার আধার সম্পর্কিত তথ্য পূরণ করুন।
৩ আপনার নাম, জেলা ও রাজ্য লিখুন।
৪ এখানে এলপিজি বিভাগটি পূরণ করুন।
৫ ইন্ডেন গ্যাস সংযোগের জন্য IOCL, ভারত গ্যাস সংযোগের জন্য BPCL পূরণ করুন।
৬ গ্যাস সংযোগের গ্রাহক নম্বর লিখুন।
৭ এরপর মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখুন।
৮ এবার নম্বর জমা দিন ও OTP লিখুন।
৯ তারপর সিকিউরিটি টেক্সট পূরণ করুন।
১০ শেষে সাবমিট অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন : Demat Account KYC: ৩০ জুনের মধ্যে করতে হবে এই কাজ, না হলে বিপদে পড়বেন আপনি