Aadhaar Card Update: অন্যান্য আইডি প্রুফ থেকে আলাদা আধার কার্ড। এতে রয়েছে নাগরিকের বায়োমেট্রিক তথ্য। যাতে নাগরিকের আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান করা হয়। এই কারণে এটি অন্যান্য আইডি প্রমাণ যেমন রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে আলাদা।


Aadhaar Card Update: কোথায় কাজে আসে না আধার ?
শিশুদের স্কুল, কলেজে ভর্তি করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ভ্রমণের সময়, হোটেল বুকিং, সম্পত্তি কেনা, বাজারে বিনিয়োগের জন্য আধার কার্ড ব্যবহার করা হয়। আধার কার্ডে প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন তার নাম, ছবি, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি লিপিবদ্ধ থাকে। UIDAI দিতে পারে এই আধার কার্ড।নাগরিকদের সুবিধার জন্য অনেক ধরনের আধার কার্ড তৈরি করা হয়েছে। মনে রাখবেন, যে এই সব আধার কার্ডে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে নাগরিকের। সেই কারণে এই কার্ড সুরক্ষিত রাখা খুবই প্রয়োজন।


mAadhaar App Benefit: আধার কার্ড পকেটে নিয়ে ঘোরার ঝুঁকি 
আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি সম সময় পকেটে নিয়ে রাস্তায় বেরোনোর ঝুঁকি রয়েছে। সেই ক্ষেত্রে কার্ড হারিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে mAadhaar অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি। যেখানে সহজেই আপনার সঙ্গে যোগ করতে পারেন আপনার পরিবারের আধার কার্ডের প্রোফাইল।


mAadhaar App Benefit: এক জায়গায় সুরক্ষিত থাকবে পুরো পরিবারের নথি
UIDAI এই অ্যাপটি 2017 সালে চালু করেছে। আধার কর্তৃপক্ষ জানিয়েছে, mAadhaar অ্যাপের মাধ্যমে আপনি সহজেই আপনার পুরো পরিবারের আধার প্রোফাইল এক জায়গায় সংরক্ষিত রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে, এতে আপনি সর্বোচ্চ 5টি প্রোফাইল (5টি আধার প্রোফাইল) যুক্ত করতে পারেন। এই অ্যাপের সাহায্যে আপনার আধার কার্ড হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। এবার জেনে নিন কীভাবে mAadhaar অ্যাপে এই প্রোফাইল যুক্ত করবেন-


mAadhaar App কীভাবে যোগ করবেন পুরো পরিবারের আধার কার্ড ?
এর জন্য প্রথমে আপনার মোবাইলে mAadhaar অ্যাপটি ডাউনলোড করুন।
এর পরে আপনি এই অ্যাপে আপনার 12 সংখ্যার আধার নম্বরটি দিন।
৩  এখানে সব তথ্য পূরণ করুন।


আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এটি লিখুন।


এখানে অ্যাপটি আপনার প্রোফাইল যুক্ত করবে। 


এইভাবে সহজেই আপনি 5টি আধার প্রোফাইল যুক্ত করতে পারেন। 


আরও পড়ুন : Aadhaar Card Types: দেশে রয়েছে ৪ ধরনের আধার কার্ড, কোন কার্ডে কী সুবিধা জানেন