Ladki Bahin Yojana Benefits: কেন্দ্র সরকার মহিলাদের জন্য অনেকগুলি যোজনা বা বিশেষ প্রকল্প চালু করেছে। কোটি কোটি মানুষ এই ধরনের প্রকল্পগুলির সুবিধে পান। বিভিন্ন স্তরের মানুষদের জন্য এই সরকারি প্রকল্পগুলি আনা হয়েছে দেশে। এর মধ্যে এমনও (Ladki Bahin Yojana) বেশ কিছু স্কিম রয়েছে যেগুলি মহিলাদের ক্ষমতায়নে অনেকাংশে সহায়তা করে। কেন্দ্র সরকার ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের কিছু কিছু প্রকল্প (Govt Scheme) রয়েছে। তেমনই একটি প্রকল্পে সম্প্রতি মাসিক কিস্তির টাকা বাড়ানো হয়েছে। এবার থেকে মাসে ১৫০০ টাকার বদলে মহিলারা পাবেন ২১০০ টাকা করে।
এই প্রকল্পের নাম মাঝি লড়কী বহেন যোজনা। মহারাষ্ট্রের রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিল যা সেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে উপকৃত করেছে। মহারাষ্ট্রে জোট সরকারের পুনর্গঠনের পরে এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে সেই রাজ্যের মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকার বদলে পাবেন ২১০০ টাকা করে।
উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানিয়েছেন এই তথ্য
বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে জোট সরকার ঘোষণা করেছিল যে মাঝি লড়কী বহেন যোজনার অধীনে মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকার বদলে ২১০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু আবারও ফের নির্বাচনে জিতে আসার পর কয়েক মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি সরকার। মহারাষ্ট্রের মহিলারা অপেক্ষা করছিলেন ঠিক কবে তারা এই বর্ধিত ভাতার সুবিধে পাবেন।
এই বিষয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে গত ২৯ মার্চ বড় আপডেট দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা শীঘ্রই পূরণ করা হবে। বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থা মজবুত নয়। এই অর্থনৈতিক মন্দা দশা ঠিক হলেই এই বর্ধিত ভাতা হিসেবে মাসে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে।
এই মহিলারা পাবেন সুবিধে
মহারাষ্ট্র সরকার চালু করেছিল মাঝি লড়কী বহেন যোজনা, রাজ্যের কোটি কোটি মহিলা এই প্রকল্পের সুবিধে পাচ্ছিলেন। মহারাষ্ট্রের প্রায় ২.৫ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধে পাচ্ছিলেন এতদিন। এই প্রকল্পের আওতায় সেই সব মহিলাই সুবিধে পাবেন যাদের পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম। এমনকী সেই পরিবারে কোনও করদাতা থাকা যাবে না এবং কেউ সরকারি চাকরি করেন এমন হওয়া যাবে না।