কলকাতা: দৃষ্টিশক্তির দিক থেকে যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁরা বিশেষভাবে মুদ্রা চিনতে শেখেন। কিন্তু মুদ্রা বা কয়েন ছুঁয়ে চিনতে পারা একরকম হলেও কাগজের নোট ছুঁয়ে চেনা তুলনামূলক কষ্টসাধ্য। তাঁদের জন্য ভেবেছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Indian Reserve Bank of India)। নোট চেনার কাজে একটু হলেও সাহায্য করার জন্য RBI এনেছিল MANI app. ২০২০ সালের জানুয়ারিতেই এই অ্যাপ এনেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
কী এই অ্যাপ:
MANI app-এর পুরো অর্থ Mobile Aided Note Identifier. মোবাইলের (Mobile) সাহায্যে কাগজের নোট চেনা যায় এর মাধ্যমে। প্রথমে শুধুমাত্র হিন্দি ও ইংরেজিতে এই পরিষেবা মিলত। পরে ২০২২ সালে আরও ১১টি ভারতীয় ভাষায় (Indian Language) পরিষেবা নিয়ে আসা হয় এই অ্যাপে। কী কী রয়েছে সেই তালিকায়? অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়লম, মরাঠি, ওড়িশা, পঞ্জাবি, তামিল, তেলগু এবং উর্দুতে।
অ্যান্ড্রয়েড (Android) ও অ্যাপল স্টোর (Apple Store) থেকে এই MANI app ডাউনলোড করা যায়।
কীভাবে কাজ করে অ্যাপ:
এই অ্যাপে ইন্টারনেট (Internet Connection) সংযোগ ছাড়াও কাজ করা যায়। অর্থাৎ অফলাইনেও কাজ হয়। এই অ্যাপের মাধ্যমে ক্যামেরা (Camrea Plug-in) দিয়ে কাগজের নোটের (Bank Note) ছবি তুললে একটি শব্দ বা Non-Sonic নোটিফিকেশন তৈরি হবে। অনেকটা ভাইব্রেশনের মতো। তার মাধ্যমেই নোটটি চিনতে পারবেন ওই ব্যক্তি। নোটের (Banknote) যে কোনও দিকের ছবি, যে কোনও অ্যাঙ্গেলের ছবি দেখেই নোটটি কী তা চিনতে পারবে এই অ্যাপ। দিনে বা রাতে যে কোনও সময় কাজ করতে পারবে এই অ্যাপ। যদিও নোটটি আসল না কি নকল তা চিনতে পারবে না এই অ্যাপটি।
যদিও ভারতীয় ব্যাঙ্কনোটে এমন একাধিক চিহ্ন থাকে, যা ছুঁয়ে চেনা যায় নোট। ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক জানাচ্ছে, ভারতীয় ব্যাঙ্কনোটে একাধিক Cues লাইন থাকে। intaglio printing থাকে, রয়েছে ট্যাকটাইল মার্ক। নোটে প্যাটার্নও আলাদা যা ছুঁয়ে বোঝা যায়। রং চিনতে যাঁদের সমস্যা রয়েছে, যাঁদের আংশিক দৃষ্টিহীনতা রয়েছে অথবা যাঁরা দৃষ্টিশক্তির দিক থেকে বিশেষভাবে সক্ষম তাঁরা যাতে নোট চিনতে পারেন তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: অশান্ত সংসদ,. আদানি গোষ্ঠীর FPO বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিরোধী হাঙ্গামায় দুই কক্ষে মুলতুবি অধিবেশন