Budget 2023: নতুন আয়কর ব্যবস্থাকে আকর্ষণীয় করতে ট্যাক্স স্ল্যাবে বড় পরিবর্তন করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন জানিয়েছেন, এবার থেকে নতুন আয়কর ব্যবস্থায় ৭ লাখ টাকা বার্ষিক আয় হলে কোনও কর দিতে হবে না ব্যক্তিকে। 


Union Budget 2023: কারা পাবেন আয়কর ছাড়ের সুবিধা ? 
যাদের আয়ের সীমা ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে,তাদের নতুন কর ব্যবস্থায় ২৫,০০০ টাকা আয়কর ধরা হয়। যদিও সরকার আয়কর আইনে 87A-এর অধীনে এতেও কর ছাড় দেবে। অর্থাৎ আপনাকে এই ট্যাক্স দিতে হবে না। তবে যাদের বার্ষিক আয় ৭ লাখ টাকার বেশি তারা এই ছাড়ের সুবিধা পাবেন না।


ধরুন আপনার বার্ষিক আয় ৯ লাখ টাকা, তাহলে আপনি করছাড়ের  সুবিধা পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে মোট ৪৫,০০০ টাকা আয়কর দিতে হবে। যা পুরনো ইনকাম ট্যাক্স স্ল্যাবের অধীনে দেওয়া ৬০,০০০ টাকার থেকে ২৫ শতাংশ কম।


New Tax Regime: ৫ লাখ টাকার আয়ের ওপর কত আয়করে ছাড় ?
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন ব্যক্তির আয় ৫ লাখ টাকা হলে নতুন কর ব্যবস্থায় আগে ১২,৫০০ টাকা কর হিসাবে দিতে হত। সেই ক্ষেত্রে সরকার আয়করে রেয়াত দিত, তাই কর দিতে হতো না। এখন ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কারীদের ১০,০০০ টাকা কর দিতে হবে। বর্তমানে নতুন ট্যাক্স স্ল্যাব অনুসারে সরকার এতে ছাড় দেবে, তাই আপনাকে এতে কোনও কর দিতে হবে না।


Union Budget 2023: ১০ লাখ টাকার আয়ে কত কর!
যদি একজন ব্যক্তির আয় ১০ লাখ টাকা হয়, তাহলে নতুন কর ব্যবস্থার পুরনো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ওই ব্যক্তিকে ৭৫,০০০ টাকা আয়কর দিতে হবে। যদিও নতুন কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের কারণে যাদের বার্ষিক আয় ১০ লাখ টাকা পর্যন্ত, তাদের ৬০,০০০ টাকা আয়কর দিতে হবে। নতুন স্ল্যাব অনুযায়ী, সেই ব্য়ক্তির এখন ১৫,০০০ টাকার বার্ষিক সঞ্চয় হবে।


Budget 2023: ১৫ লক্ষ টাকার আয়ে কত কর দিতে হবে ?
কোনও ব্যক্তির বার্ষিক আয় ১৫ লক্ষ টাকা হলে নতুন কর ব্যবস্থার পুরনো স্ল্যাবের অধীনে, সেই করদাতাকে ১,৮৭,৫০০ টাকা আয়কর দিতে হবে। কিন্তু এখন এই ধরনের করদাতাদের ১,৫০,০০০ টাকা কর দিতে হবে অর্থাৎ ৩৭,৫০০ টাকা আয়কর সাশ্রয় হবে তাঁর।


Union Budget 2023: দীর্ঘতম ভাষণের মাঝে চুমুক দিতে হয়েছিল গ্লুকোজে, এ বার সংক্ষেপে বাজেট সারলেন নির্মলা