India Post: এবার থেকে পোস্ট অফিস থেকেই পাবেন NEFT, RTGS-এর সুবিধা। ৩১ মে থেকে এই নতুন পরিষেবা শুরু করছে ইন্ডিয়া পোস্ট। বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে এই পরিষেবার কাজ।
NEFT ও RTGS আসলে কী ?
ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (NEFT) একটি ইন্টারব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম, যা দিনে 24 ঘন্টা, পুরো সপ্তাহ ছাড়াও বছরে 365 দিন ব্যবহার করা যায়। আরবিআই-এর নিয়ম অনুসারে আধ ঘন্টার মধ্যে ব্যাঙ্কের এই লেনদেনগুলি সম্ভব হয়। RTGS হল রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট, যা একটি রিয়েল-টাইম ফান্ড ট্রান্সফার সেটেলমেন্ট সিস্টেমে মাধ্যমে কার্যকর হয়। যেখানে কোনও ব্যক্তি আলাদাভাবে ফান্ড ট্রান্সফারের সুযোগ পান। আরটিজিএস লেনদেনের সুবিধাও বছরের 365 দিন, চব্বিশ ঘন্টা পাওয়া যায়।
Post Office Update: পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে NEFT ও RTGS-এর চার্জ
১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন হলে ২.৫০ টাকার সঙ্গে জিএসটি দিতে হবে
১০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনে ৫ টাকার সঙ্গে জিএসটি দিতে হবে
১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে ১৫ টাকার সঙ্গে জিএসটি দিতে হবে গ্রাহককে।
এ ছাড়াও ২ লক্ষ টাকার বেশি লেনদেনের জন্য গ্রাহককে ২৫ টাকার সঙ্গে জিএসটি দিতে হবে।
IPPB AePS Charges: এ ছাড়াও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের (IPPB) গ্রাহক হলে অবশ্যই জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ১৫ জুন থেকে ব্যাঙ্কে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই অনুযায়ী ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আধার সক্ষম পেমেন্ট সিস্টেমে (AePS) লেনদেনে চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে৷
India Post Payment Bank: কী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক ?
পোস্ট অফিস একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে জানানো হয়েছে 15 জুন, 2022 এর পরে AePS লেনদেন করার জন্য গ্রাহকদের অতিরিক্ত চার্জ করা হবে। একটি নির্দিষ্ট লেনদেনের সীমা অতিক্রম করলেই এই অতিরিক্ত ফি দিতে হবে গ্রাহকদের।
India Post Payment Bank: কত টাকা ফি দিতে হবে ?
আইপিপিবি তার বিজ্ঞপ্তিতে বলেছে, এক মাসে তিনটি AePS লেনদেনে কোনও টাকা চার্জ করবে না ব্যাঙ্ক। তবে তিনটির বেশি লেনদেনে নগদ জমা ও টাকা তোলার জন্য আপনাকে 20 টাকা ফি দিতে হবে। এই চার্জ জিএসটি চার্জ হিসাবে নেওয়া হবে। অন্যদিকে, মিনি স্টেটমেন্ট পাওয়ার জন্য আপনাকে GST হিসাবে অতিরিক্ত 5 টাকা দিতে হবে।