New Changes From November: নভেম্বর মাস শুরু হতে বাকি আর দু'দিন। রিপোর্ট বলছে, এইদিন থেকেই বেশকিছু আর্থিক নিয়মে বদল করতে চলেছে সরকার। জেনে নিন, এই আর্থিক পরিবর্তন আপনার ওপর সরাসরি কী প্রভাব ফেলতে পারে।
গ্যাস সিলিন্ডার পেতে ওটিপি লাগবে
১ নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডার পেতে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনি যখন ১ নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডার বুক করবেন, তখন আপনার কাছে একটি OTP আসবে। যখন আপনার গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে পৌঁছবে, ডেলিভারি ম্যান আপনার কাছে সেই OTP চাইবে। OTP জানালেই আপনি গ্যাস সিলিন্ডারের ডেলিভারি পাবেন। আসলে, আপনার কাছে যে ওটিপি আসবে তা গ্যাস এজেন্সির সিস্টেমে দেওয়া কোডের সঙ্গে মিলতে হবে, তারপরই গ্যাস সিলিন্ডার হাতে পাবেন আপনি। গ্যাস সিলিন্ডারের নিরাপদ ও নির্বিঘ্ন ডেলিভারি নিশ্চিত করতে এই পরিবর্তন করা হয়েছে।
এলপিজির দাম বাড়ানোর সম্ভাবনা
প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হতে পারে। এবারও ১ নভেম্বর এলপিজি ও বাণিজ্যিক গ্যাস উভয়েরই নতুন দাম ঘোষণা হতে পারে। যেহেতু আন্তর্জাতিক গ্যাসের দাম লাফিয়ে উঠছে, তাই মনে করা হচ্ছে এবার প্রথম তারিখেই বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। এটি ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি ও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার উভয়ের জন্যই প্রযোজ্য হতে পারে।
১ নভেম্বর থেকে স্বাস্থ্য ও সাধারণ ইনস্যুরেন্স ক্লেইমের জন্য KYC বাধ্যতামূলক
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) ১ নভেম্বর থেকে বিমাকারীদের KYC করা বাধ্যতামূলক করতে পারে। এখনও পর্যন্ত, একটি নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময় KYC-র বিশদ বিবরণ দিতে হয়, যা আগামী ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক করা যেতে পারে। KYC সম্পর্কিত নিয়মগুলি নতুন ও পুরনো উভয় গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করা হতে পারে। এর আওতায় ইনস্যুরেন্স ক্লেইম করার সময় আপনি KYC নথি না দিলে আপনার ক্লেইম বাতিল হতে পারে।
১ নভেম্বর থেকে দিল্লিতে বিদ্যুৎ ভর্তুকি
রাজধানী দিল্লিতে যারা বিদ্যুৎ ভর্তুকির জন্য রেজিস্ট্রেশন করেননি তারা প্রথম তারিখ থেকে বিদ্যুৎ ভর্তুকি নাও পেতে পারেন। এখন দিল্লির জনগণকে এক মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে গেছে। যারা ৩১ অক্টোবর পর্যন্ত নিজেদের রেজিস্ট্রেশন করেননি, তারা অক্টোবর থেকে বিদ্যুতে ভর্তুকি থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনাকে অবশ্যই ৩১ অক্টোবরের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে।
ভারতীয় রেলের নতুন টাইম টেবিল
১ নভেম্বর থেকে ভারতীয় রেলের নতুন সময়সূচি অনুযায়ী, কয়েক হাজার ট্রেনের টাইম টেবিল পরিবর্তন হবে। তাই আপনি যদি ১ নভেম্বর বা তার পরে ট্রেনে যাত্রা করবেন বলে ভাবেন,তাহলে অবশ্যই যাত্রার সময় পরীক্ষা করে নিন। আগে এসব পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখন ১ নভেম্বর থেকে তা কার্যকর হবে।
আরও পড়ুন : PAN Card: আপনার প্যান কার্ড আর কাজে আসবে না ! ৩১ মার্চের মধ্য়ে করতে হবে এই কাজ