Continues below advertisement

 

 

Continues below advertisement

NCPI Digital Payments : বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম। ৮ অক্টোবর থেকে ডিজিটাল পেমেন্টেও থাকবে বায়োমেট্রিক প্রমাণ। এবার থেকে জনপ্রিয় দেশীয় পেমেন্ট নেটওয়ার্ক, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে পেমেন্টে অনুমতি দেবে সরকার। এই বিষয় সম্পর্কে তিনটি সূত্র মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, বায়োমেট্রিক প্রমাণ হিসাবে মুখ ও আঙুলের ছাপকে ধরা হবে।

কীভাবে হবে এই কাজ

সূ্ত্রের খবর, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের মাধ্যমে সংরক্ষিত বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে এই প্রমাণ প্রক্রিয়া সম্পন্ন করবে।

রিজার্ভ ব্যাঙ্কের কথা মেনে কাজ

এই পদক্ষেপটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নির্দেশিকা অনুসরণ করে করা হচ্ছে বলে মনে কারা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল পেমেন্টে প্রমাণ প্রক্রিয়ার বিকল্প পদ্ধতিগুলিকে অনুমোদন করে। বর্তমান সিস্টেম থেকে বেরিয়ে আসতে নতুন এই বিকল্প পদ্ধতি ভাবা হচ্ছে। এই পেমেন্ট প্রমাণ পদ্ধতির জন্য একটি সংখ্যাসূচক পিন প্রয়োজন হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, UPI পরিচালনাকারী ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া মুম্বাইতে চলমান গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে এই নতুন বায়োমেট্রিক বৈশিষ্ট্যটি প্রদর্শনের পরিকল্পনা করছে। এখনও মিডিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য অনুমোদন দেওয়া হয়নি তাদের। এখনও NPCI তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি

(সৌজন্যে-ইকোনমিক টাইমস)